বোয়ালমারী উপজেলা
বোয়ালমারী উপজেলা (ফরিদপুর জেলা) আয়তন: ২৭২.৩৪ বর্গ কিমি। অবস্থান: ২৩°১৭´ থেকে ২৩°৩২´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩৬´ থেকে ৮৯°৪৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মধুখালী উপজেলা, দক্ষিণে আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলা, পূর্বে সালথা ও ফরিদপুর সদর উপজেলা, পশ্চিমে মোহাম্মদপুর ও আলফাডাঙ্গা উপজেলা।
জনসংখ্যা ২৩৩৬৮৩; পুরুষ ১১৮৮৫২, মহিলা ১১৪৮৩১। মুসলিম ২০৩৩৮৪, হিন্দু ৩০১২২, বৌদ্ধ ২০ এবং অন্যান্য ১৫৭।
জলাশয় মধুমতি, পুরাতন কুমার ও বড়শিয়া নদী এবং চাপরাদহ, নদের চাঁদ ও চিতলিয়া বিল উল্লেখযোগ্য।
প্রশাসন বোয়ালমারী থানা গঠিত হয় ১৯০৬ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
উপজেলা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব(প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
১ | ১১ | ১৭৩ | ২৫১ | ২৪১২৫ | ২০৯৫৫৮ | ৮৫৮ | ৪৪.৮ | ৩৫.৪ |
পৌরসভা | ||||||||
আয়তন (বর্গ কিমি) | ওয়ার্ড | মহল্লা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | |||
১৩.৫৬ | ৯ | ১৮ | ২৪১২৫ | ১৭৭৯ | ৪৪.৮ |
ইউনিয়ন | ||||||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |||||
পুরুষ | মহিলা | |||||||
গুণবহ ৪০ | ৪৯০৭ | ৯৭৪১ | ৯৫৭৬ | ৩৫.৮০ | ||||
ঘোষপুর ৩৫ | ৬৪১০ | ১০১০৯ | ৯৬৯০ | ৩৪.৫৬ | ||||
চাতুল ২৫ | ৭০৭২ | ৯০৫৩ | ৮৭১০ | ৩৬.৩৩ | ||||
চাঁদপুর ২০ | ৪০৫৪ | ৭১৪০ | ৭০১৪ | ৩৬.৬৩ | ||||
দাদপুর ৩০ | ৬৭০৭ | ১০৫৮৯ | ১০৩৪৬ | ৩০.৪১ | ||||
পরমেশ্বরদী ৭৫ | ৫৮৯১ | ৯২১৯ | ৮৮২৩ | ৩৮.৬০ | ||||
বোয়ালমারী ১৫ | ৩৯০৮ | ৪১২৭ | ৪০৮০ | ২৬.৩০ | ||||
ময়না ৬০ | ৭৮০৩ | ১২৯০৯ | ১২২৮৪ | ৩৩.৭২ | ||||
রূপাপাত ৮৫ | ৫৯০০ | ৯৬৫৭ | ৯৬৭৪ | ৩৯.৩১ | ||||
শেখর ৯৫ | ৬৭০৭ | ১১৯১৬ | ১১৭৭৫ | ৪২.২৩ | ||||
সাতৈর ৯০ | ৭৯৪০ | ১১৮৭০ | ১১২৫৬ | ৩১.০০ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ নয় গম্বুজবিশিষ্ট সাতৈর শাহী জামে মসজিদ (বাংলার দিল্লীর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত), কয়রা কালীবাড়ি মন্দির।
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ৯ ডিসেম্বর উপজেলার নতুবদিয়া বাজারে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই হয়। উপজেলার ধোপাডাংগা ও চাঁদপুর এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর সম্মুখ লড়াইয়ে পাকবাহিনীর মেজর মফিজসহ ৪৯ জন পাকসেনা নিহত হয় এবং ১১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩২০, মন্দির ৫০। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: সাতৈর জামে মসজিদ, কয়রা কালীবাড়ি মন্দির।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৬.৪%; পুরুষ ৩৯.৮%, মহিলা ৩২.৯%। কলেজ ৪, মাধ্যমিক বিদ্যালয় ২১, প্রাথমিক বিদ্যালয় ৯৩, মাদ্রাসা ১২। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় (১৯১৪), খরসুতী চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় (১৯১৯), বোয়ালমারী জর্জ একাডেমী (১৯১১)।
পত্র-পত্রিকা ও সাময়িকী পাক্ষিক: নজীর বাংলা; সাপ্তাহিক: বোয়ালমারী সংবাদ, আলহেলাল।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, নাট্যদল ১, সিনেমা হল ২, মহিলা সংগঠন ১, ক্লাব ২০, খেলার মাঠ ৩২।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৫.০৪%, অকৃষি শ্রমিক ২.৫৬%, শিল্প ১.০০%, ব্যবসা ১২.৮৯%, পরিবহণ ও যোগাযোগ ৩.০৮%, চাকরি ৭.৩৬%, নির্মাণ ১.৬২%, ধর্মীয় সেবা ০.১৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৫৬% এবং অন্যান্য ৫.৭১%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৭.৮৬%, ভূমিহীন ৪২.১৪%। শহরে ৩৫.০৬% এবং গ্রামে ৬০.৪৫% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, গম, ইক্ষু, পাট, পিঁয়াজ, তৈলবীজ, পান, শাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি মিষ্টি আলু, কাউন, তিসি, অড়হর।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, লিচু, কলা, খেজুর, পেঁপে, জাম, জামরুল।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ২৪৫, গবাদিপশু ৬১, হাঁস-মুরগি ৬৩।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ২০০ কিমি, কাঁচারাস্তা ৪৯০ কিমি; রেলপথ ২৪ কিমি; নৌপথ ১৯ নটিক্যাল মাইল।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি।
শিল্প ও কলকারখানা আটাকল, ডালকল, চিড়াকল, বরফকল, ওয়েল্ডিং কারখানা।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, তাঁতশিল্প, নকশি কাথা, বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ।
হাটবাজার ও মেলা হাটবাজার ৩০, মেলা ১০। কাদিরদী বাজার, ভাটদী বাজার, চাঁদপুর বাজার, বোয়ালমারী হাট, ধোপাডাংগা হাট ও ময়নাদিয়া হাট এবং সাতৈর মেলা, কয়রা কালীবাড়ি মেলা, চিতার বাজার মেলা, কাটাগড় মেলা ও লক্ষ্মীর মেলা উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য ধান, গম, পাট, পিঁয়াজ, খেজুর গুড়, কলা।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ১৭.৮৮% (শহরে ৪৭.০১% এবং গ্রামে ১৪.৩৩%) পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৯৫.১৪%, ট্যাপ ০.৩৬%, পুকুর ০.২৯% এবং অন্যান্য ৪.২১%।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৪১.৬২% (শহরে ৭৫.৪৯% এবং গ্রামে ৩৭.৭৮%) পরিবার স্বাস্থ্যকর এবং ৪৭.৬২% (শহরে ১৯.৬৩% এবং গ্রামে ৫০.৮০%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। তবে ১০.৭৬% (শহরে ৪.৮৭% এবং গ্রামে ১১.৪৩%) পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১১, উপস্বাস্থ্য কেন্দ্র ৫, ক্লিনিক ৩।
এনজিও ব্র্যাক, আশা। [অচিন্ত্য রায় চৌধুরী]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; বোয়ালমারী উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।