বোয়ালমারী উপজেলা

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২০, ২৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

বোয়ালমারী উপজেলা (ফরিদপুর জেলা)  আয়তন: ২৭২.৩৪ বর্গ কিমি। অবস্থান: ২৩°১৭´ থেকে ২৩°৩২´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩৬´ থেকে ৮৯°৪৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মধুখালী উপজেলা, দক্ষিণে আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলা, পূর্বে সালথা ও ফরিদপুর সদর উপজেলা, পশ্চিমে মোহাম্মদপুর ও আলফাডাঙ্গা উপজেলা।

জনসংখ্যা ২৩৩৬৮৩; পুরুষ ১১৮৮৫২, মহিলা ১১৪৮৩১। মুসলিম ২০৩৩৮৪, হিন্দু ৩০১২২, বৌদ্ধ ২০ এবং অন্যান্য ১৫৭।

জলাশয় মধুমতি, পুরাতন কুমার ও বড়শিয়া নদী এবং চাপরাদহ, নদের চাঁদ ও চিতলিয়া বিল উল্লেখযোগ্য।

প্রশাসন বোয়ালমারী থানা গঠিত হয় ১৯০৬ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব(প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১১ ১৭৩ ২৫১ ২৪১২৫ ২০৯৫৫৮ ৮৫৮ ৪৪.৮ ৩৫.৪
পৌরসভা
আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
১৩.৫৬ ১৮ ২৪১২৫ ১৭৭৯ ৪৪.৮
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
গুণবহ ৪০ ৪৯০৭ ৯৭৪১ ৯৫৭৬ ৩৫.৮০
ঘোষপুর ৩৫ ৬৪১০ ১০১০৯ ৯৬৯০ ৩৪.৫৬
চাতুল ২৫ ৭০৭২ ৯০৫৩ ৮৭১০ ৩৬.৩৩
চাঁদপুর ২০ ৪০৫৪ ৭১৪০ ৭০১৪ ৩৬.৬৩
দাদপুর ৩০ ৬৭০৭ ১০৫৮৯ ১০৩৪৬ ৩০.৪১
পরমেশ্বরদী ৭৫ ৫৮৯১ ৯২১৯ ৮৮২৩ ৩৮.৬০
বোয়ালমারী ১৫ ৩৯০৮ ৪১২৭ ৪০৮০ ২৬.৩০
ময়না ৬০ ৭৮০৩ ১২৯০৯ ১২২৮৪ ৩৩.৭২
রূপাপাত ৮৫ ৫৯০০ ৯৬৫৭ ৯৬৭৪ ৩৯.৩১
শেখর ৯৫ ৬৭০৭ ১১৯১৬ ১১৭৭৫ ৪২.২৩
সাতৈর ৯০ ৭৯৪০ ১১৮৭০ ১১২৫৬ ৩১.০০

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ নয় গম্বুজবিশিষ্ট সাতৈর শাহী জামে মসজিদ (বাংলার দিল্লীর সুলতান আলাউদ্দিন     হোসেন শাহের আমলে নির্মিত), কয়রা কালীবাড়ি মন্দির।

মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ৯ ডিসেম্বর উপজেলার নতুবদিয়া বাজারে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই হয়। উপজেলার ধোপাডাংগা ও চাঁদপুর এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর সম্মুখ লড়াইয়ে পাকবাহিনীর মেজর মফিজসহ ৪৯ জন পাকসেনা নিহত হয় এবং ১১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ৩২০, মন্দির ৫০। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: সাতৈর জামে মসজিদ, কয়রা কালীবাড়ি মন্দির।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৬.৪%; পুরুষ ৩৯.৮%, মহিলা ৩২.৯%। কলেজ ৪, মাধ্যমিক বিদ্যালয় ২১, প্রাথমিক বিদ্যালয় ৯৩, মাদ্রাসা ১২। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় (১৯১৪), খরসুতী চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় (১৯১৯), বোয়ালমারী জর্জ একাডেমী (১৯১১)।

পত্র-পত্রিকা ও সাময়িকী পাক্ষিক: নজীর বাংলা; সাপ্তাহিক: বোয়ালমারী সংবাদ, আলহেলাল।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, নাট্যদল ১, সিনেমা হল ২, মহিলা সংগঠন ১, ক্লাব ২০, খেলার মাঠ ৩২।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৫.০৪%, অকৃষি শ্রমিক ২.৫৬%, শিল্প ১.০০%, ব্যবসা ১২.৮৯%, পরিবহণ ও যোগাযোগ ৩.০৮%, চাকরি ৭.৩৬%, নির্মাণ ১.৬২%, ধর্মীয় সেবা ০.১৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৫৬% এবং অন্যান্য ৫.৭১%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৭.৮৬%, ভূমিহীন ৪২.১৪%। শহরে ৩৫.০৬% এবং গ্রামে ৬০.৪৫% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, গম, ইক্ষু, পাট, পিঁয়াজ, তৈলবীজ, পান, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি মিষ্টি আলু, কাউন, তিসি, অড়হর।

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, লিচু, কলা, খেজুর, পেঁপে, জাম, জামরুল।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ২৪৫, গবাদিপশু ৬১, হাঁস-মুরগি ৬৩।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ২০০ কিমি, কাঁচারাস্তা ৪৯০ কিমি; রেলপথ ২৪ কিমি; নৌপথ ১৯ নটিক্যাল মাইল।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা আটাকল, ডালকল, চিড়াকল, বরফকল, ওয়েল্ডিং কারখানা।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, তাঁতশিল্প, নকশি কাথা, বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ৩০, মেলা ১০। কাদিরদী বাজার, ভাটদী বাজার, চাঁদপুর বাজার, বোয়ালমারী হাট, ধোপাডাংগা হাট ও ময়নাদিয়া হাট এবং সাতৈর মেলা, কয়রা কালীবাড়ি মেলা, চিতার বাজার মেলা, কাটাগড় মেলা ও লক্ষ্মীর মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য  ধান, গম, পাট, পিঁয়াজ, খেজুর গুড়, কলা।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ১৭.৮৮% (শহরে ৪৭.০১% এবং গ্রামে ১৪.৩৩%) পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯৫.১৪%, ট্যাপ ০.৩৬%, পুকুর ০.২৯% এবং অন্যান্য ৪.২১%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৪১.৬২% (শহরে ৭৫.৪৯% এবং গ্রামে ৩৭.৭৮%) পরিবার স্বাস্থ্যকর এবং ৪৭.৬২% (শহরে ১৯.৬৩% এবং গ্রামে ৫০.৮০%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। তবে ১০.৭৬% (শহরে ৪.৮৭% এবং গ্রামে ১১.৪৩%) পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১১, উপস্বাস্থ্য কেন্দ্র ৫, ক্লিনিক ৩।

এনজিও ব্র্যাক, আশা।  [অচিন্ত্য রায় চৌধুরী]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; বোয়ালমারী উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।