বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর অবস্থিত দেশের অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয়। দেশের উত্তরাঞ্চলীয় মানুষ বহুদিন ধরে উচ্চ শিক্ষার লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল। এই প্রেক্ষিতে ২০০৮ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালের ৪ এপ্রিল ৩০০ জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয়ের নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়। পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয় ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’। বর্তমানে রংপুর সদরের ধাপ এলাকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলছে। শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এর একাডেমিক কার্যক্রম স্থানান্তরিত হবে। রংপুর ক্যাডেট কলেজ ও রংপুর কারমাইকেল কলেজের নিকটবর্তী ৭৫ একর জমির উপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদ কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং প্রকৌশল, ব্যাবসায় শিক্ষা এর অধীন ১১টি বিভাগ রয়েছে। বিভাগগুলি হলো: বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, গণিত, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূগোল, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ব্যাবস্থাপনা এবং মার্কেটিং।
বর্তমানে ক্যাম্পাসে ৪টি একাডেমিক ভবন, ১টি প্রশাসনিক ভবন, ১টি ছাত্র ও ২টি ছাত্রী হল, ২টি ডরমেটরি, ভিসি ভবন, ক্যাফেটিরিয়া ও লাইব্রেরি ভবন আছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ডিবেটিং সোসাইটি, রোভার স্কাউট এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম চলছে। ড. মু. আব্দুল জলিল মিয়া ও ড. আর.এম হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও রেজিস্ট্রার। [মো আশিক ইকবাল]