ইউসুফগঞ্জ মসজিদ
ইউসুফগঞ্জ মসজিদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ইউসুফগঞ্জ গ্রামে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিংয়ের প্রায় ৫০০ মিটার পশ্চিমে এবং ক্রসিং থেকে মোগরাপাড়ামুখী সড়কের উত্তরদিকে দরগাহবাড়ির প্রায় ১০০০ মিটার পূর্বে মসজিদটির অবস্থান। পুনর্নির্মাণের ফলে মসজিদের মূল স্থাপত্য-বৈশিষ্ট্য অনেকখানি অপসৃত হলেও এতে পরিদৃশ্যমান সুলতানি স্থাপত্যের কিছু কিছু নিদর্শন থেকে মসজিদটি পনেরো শতকে নির্মিত বলে ধরে নেওয়া যায়।
বর্গাকৃতির এ মসজিদের প্রতিটি দেয়ালের পরিমাপ বহির্ভাগে ৯ মিটার এবং অভ্যন্তরভাগে ৫.৫ মিটার। মসজিদের পূর্বদিকে রয়েছে তিনটি প্রবেশপথ। এদের মধ্যে মধ্যবর্তীটি অপেক্ষাকৃত প্রশস্ত (১.২ মিটার)। পার্শ্ববর্তী প্রবেশপথ দুটি ৮৬ সেন্টিমিটার প্রশস্ত। উত্তর ও দক্ষিণ দিকের মূল প্রবেশপথ দুটি বর্তমানে জানালায় রূপান্তরিত হয়েছে। নতুনভাবে আস্তর করার ফলে প্রবেশপথের সূচ্যগ্র খিলানের মূল আকৃতি অপসৃত হয়েছে; মূল বাঁকা কার্নিশ রূপান্তরিত হয়েছে সরল কার্নিশে। মসজিদের অভ্যন্তরভাগে তিনটি মিহরাবের মধ্যবর্তীটি বাইরের দিকে অভিক্ষিপ্ত এবং এর উপরিভাগে একটি অর্ধ-গম্বুজ স্থাপিত। পার্শ্ববর্তী মিহরাব দুটি বর্তমানে দেয়াল-তাকে রূপান্তরিত। মসজিদের গম্বুজটি স্কুইঞ্চের উপর স্থাপিত এবং এর বাইরের মারলন নকশা আধুনিক ধরনের।
ব্যাপক পুনর্নির্মাণের ফলে মসজিদটি একটি আধুনিক ইমারতের রূপ নিয়েছে। মসজিদের ভেতর ও বাইরের দেয়াল আস্তর করে তাতে চুনকাম ও রং করা হয়েছে এবং এতে করে অপসৃত হয়েছে গোটা মূল অলঙ্করণ ও কারুসজ্জা। দক্ষিণ ও পূর্বদিকে পাকা ছাদ বিশিষ্ট বদ্ধ বারান্দা নির্মাণ করে মসজিদের পরিধি সম্প্রসারন করা হয়েছে। বারান্দার দেয়ালে বসানো হয়েছে গ্রিলযুক্ত জানালা। দক্ষিণ-পশ্চিম কোণে একটি সিড়ি সংযোজিত হয়েছে। মসজিদটি বর্তমানে জামে মসজিদরূপে ব্যবহূত হচ্ছে। [মুয়ায্যম হুসায়ন খান]