ল্যাংলী, জর্জ হ্যারী
ল্যাংলী, জর্জ হ্যারী (১৮৮১-১৯৫১) শিক্ষাবিদ। ব্রিটিশ নাগরিক জর্জ হ্যারী ল্যাংলী ১৮৮১ সালের ১৪ জুলাই লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯০৬ সালে স্নাতক এবং ১৯০৯ সালে দর্শনশাস্ত্রে এম.এ ডিগ্রি লাভ করেন।
হ্যারী ল্যাংলী ১৯১৩ সালে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে যোগ দেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে দর্শনশাস্ত্রের অধ্যাপক পদে নিয়োগ লাভ করেন। ঐ বছরই তিনি ঢাকা কলেজে দর্শনশাস্ত্রের অধ্যাপক পদে যোগ দেন। তিনি ১৯২১ সাল পর্যন্ত ঢাকা কলেজে কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯২১ থেকে ১৯২৫ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের ঢাকা হলের প্রাধ্যক্ষ ছিলেন। ১৯২৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯২৬ সালের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ১৯৩৪ সালের জুন মাস পর্যন্ত তিনি উপাচার্য পদে অধিষ্ঠিত ছিলেন।
ল্যাংলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য (১৯২১) এবং ১৯২৪ সালে এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন।
তিনি ভারতের ইন্টার ইউনিভার্সিটি বোর্ডের চেয়ারম্যান (১৯৩৩-৩৪) এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের কাউন্সিল সদস্য ছিলেন (১৯৪৯)। তিনি ১৯৩০ সালে অনুষ্ঠিত সপ্তম ইন্ডিয়ান ফিলসফিক্যাল কংগ্রেসে সভাপতিত্ব করেন এবং ১৯৩৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় বিশ্ববিদ্যালয়সমূহের তৃতীয় সম্মিলনেও তিনি সভাপতি ছিলেন। ১৯৫১ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। [মুয়ায্যম হুসায়ন খান]