লালমোহন উপজেলা
লালমোহন উপজেলা (ভোলা জেলা) আয়তন: ৩৯৬.২৪ বর্গ কিমি। অবস্থান: ২২°১০´ থেকে ২২°২৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৮´ থেকে ৯০°৫৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে বোরহানউদ্দিন এবং তজমুদ্দিন উপজেলা, দক্ষিণে চরফ্যাশন উপজেলা, পূর্বে মনপুরা উপজেলা, পশ্চিমে দশমিনা ও বাউফল উপজেলা।
জনসংখ্যা ২৭৬৫৪৭; পুরুষ ১৪২৬৭১, মহিলা ১৩৩৮৭৬। মুসলিম ২৬১৯৬৪, হিন্দু ১৪৫৫৮, বৌদ্ধ ১১ এবং অন্যান্য ১৪।
জলাশয় তেঁতুলিয়া, মেঘনা, বেতুয়া ও বোয়ালিয়া নদী এবং দেবনাথের বিল, গতিয়ার খাল, ভুটার খাল ও শাহবাজপুর চ্যানেল উল্লেখযোগ্য।
প্রশাসন লালমোহন থানা গঠিত হয় ১৯১৯ সালে। থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
উপজেলা | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব(প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
১ | ৯ | ৫৫ | ৭৪ | ৩২৯২৬ | ২৪৩৬২১ | ৬৯৮ | ৪৫.৮ | ৩০.৩ |
পৌরসভা | |||||
আয়তন (বর্গ কিমি) | ওয়ার্ড | মহল্লা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) |
৬.৫৫ | ৯ | ১৩ | ১৭৯৩৭ | ২৭৩৮ | ৫৬.০৪ |
উপজেলা শহর | ||||
আয়তন (বর্গ কিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) |
১৫.১২ | ৪ | ১৪৯৮৯ | ৯৯১ | ৩২.৯২ |
ইউনিয়ন | ||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |
পুরুষ | মহিলা | |||
কলমা ৪৭ | ৮৩৯৮ | ১৮৬৭০ | ১৭২২০ | ৩৩.৮৮ |
চরভুতা ১৯ | ৬৭১২ | ১৫০৫৬ | ১৪১৬৭ | ২৯.৮৮ |
ধলী গৌরনগর ২৮ | ১২৭৯৪ | ২১৩৮০ | ২০৩০০ | ২৯.৭২ |
পশ্চিম চর উমেদ ৭০ | ৭৯০৬ | ১৫৬০০ | ১৪৮৩৩ | ২৭.৬৬ |
ফরাজগঞ্জ ৩৮ | ৫৬৯৮ | ১৩১৮১ | ১২১২০ | ২৪.৫৪ |
বদরপুর ১৬ | ৯৭২৪ | ১৭০৮৯ | ১৬৫৩৫ | ২৬.৬৮ |
লর্ড হার্ডিঞ্জ ৬৬ | ১১৩৬২ | ১৩৮৬১ | ১২৩৮৯ | ৩৫.৭২ |
লালমোহন ৫৭ | ৩৭৩৫ | ৭৫৩৫ | ৭৪৫৪ | ৩২.৯৭ |
রামগঞ্জ ৭৬ | ৫৮৪৫ | ১০৯২৮ | ১০২৯২ | ৩৪.৫৭ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ আঃ রহমান তহসিলদারের বিল্ডিং (মুন্সি বাড়ি), বিজয় বাবুর বাড়ির মন্দির, খাস মহল ভূমি অফিস।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৫৩৮, মন্দির ১৩। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: দারা মসজিদ, উত্তর বাজার বড় মসজিদ, মিয়াবাড়ি মসজিদ এবং মদন মোহন আখড়া, গজারিয়া মন্দির, বাবু বাড়ির মন্দির।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩২.২%; পুরুষ ৩৫.৭%, মহিলা ২৮.৯%। কলেজ ৪, মাধ্যমিক বিদ্যালয় ৩৫, প্রাথমিক বিদ্যালয় ১৮০, এনজিও স্কুল ৩১, মাদ্রাসা ১৭৬। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ, ডাঃ আজহার উদ্দিন কলেজ, লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রামগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা।
পত্র-পত্রিকা ও সাময়িকী অনিয়মিত: শ্রাবনী, দ্বীপ শিখা, সময়ের শিখা।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ৩, সিনেমা হল ৪, সাহিত্য সংসদ ২, ক্লাব ৩৪, খেলার মাঠ ১৮।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৩.৯১%, অকৃষি শ্রমিক ৫.৮৬%, ব্যবসা ১২.২৮%, পরিবহণ ও যোগাযোগ ২.০২%, চাকরি ৫.০২%, নির্মাণ ০.৮৬%, ধর্মীয় সেবা ০.২৯%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৩৬% এবং অন্যান্য ৯.৪০%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৪.৮৬%, ভূমিহীন ৪৫.১৪%। শহরে ৪৩.০১% এবং গ্রামে ৫৬.৪৭% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, মরিচ, গম, মিষ্টি আলু, চীনাবাদাম, পান, মসুর, ছোলা।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তামাক, পাট, তিসি, আখ।
প্রধান ফল-ফলাদিব আম, কাঁঠাল, পেঁপে, কলা, সুপারি।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ৪৫, হাঁস-মুরগি ৩২।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১০০ কিমি, আধা-পাকারাস্তা ১৩.৪১ কিমি, কাঁচারাস্তা ৮২৭.৫৮ কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।
শিল্প ও কলকারখানা বরফকল।
কুটিরশিল্প মৃৎশিল্প, লৌহশিল্প, সূচিশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ।
হাটবাজার ও মেলা হাটবাজার ৪২। রামগঞ্জ হাট, হরিগঞ্জ হাট, নাজিরপুর হাট, কর্তার হাট, লর্ড হার্ডিঞ্জ বাজার, দেবিরচর বাজার, মঙ্গল সিকদার বাজার ও রায়চাঁদ বাজার উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য ইলিশ মাছ।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৪.৪০% (শহরে ১৯.৬৯% এবং গ্রামে ২.২৯%) পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৯০.১৩%, ট্যাপ ০.২৮%, পুকুর ৭.৫৪% এবং অন্যান্য ২.০৫%।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ১৩.৭৬% (শহরে ৩৩.৫৮% এবং গ্রামে ১১.০৭%) পরিবার স্বাস্থ্যকর এবং ৭১.০৭% (শহরে ৫৩.৬২% এবং গ্রামে ৭৩.৪৪%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। তবে ১৫.১৭% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ৫, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১, কমিউনিটি ক্লিনিক ১৯।
এনজিও ব্র্যাক, আশা। [শাখাওয়াত হোসেন]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; লালমোহন উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।