লালবাগ থানা
লালবাগ থানা (ঢাকা মেট্রোপলিটন) আয়তন: ২.০৪ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪২´ থেকে ২৩°৪৩´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২২´ থেকে ৯০°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে নিউমার্কেট, দক্ষিণে কেরানীগঞ্জ উপজেলা, পূর্বে চকবাজার ও শাহবাগ থানা, পশ্চিমে হাজারীবাগ থানা।
জনসংখ্যা ১৮৮৭৯৪; পুরুষ ১০২৮৫০, মহিলা ৮৫৯৪৪। মুসলিম ১৮২৭৪৭, হিন্দু ৫৮৪৫, বৌদ্ধ ১০৩, খ্রিস্টান ৭৬ এবং অন্যান্য ২৩।
জলাশয় প্রধান নদী: বুড়িগঙ্গা।
প্রশাসন ৪টি ওয়ার্ড ও ৪৬টি মহল্লা নিয়ে লালবাগ থানা গঠিত হয়।
থানা | ||||||
ওয়ার্ড ও ইউনিয়ন | মহল্লা | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||
৪ | ৪৬ | ১৮৮৭৯৪ | - | ৯২৫৪৭ | ৭১.৪৫ | - |
ওয়ার্ড ও ইউনিয়ন | ||||
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন | আয়তন (বর্গ কিমি) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |
পুরুষ | মহিলা | |||
ওয়ার্ড নং ৫৯ | ০.৩৯ | ২৭১৮২ | ২১৩৯৩ | ৭৩.৯৮ |
ওয়ার্ড নং ৬০ | ০.৪৮ | ৩৫১৬৪ | ২৮৫৯৯ | ৫২.২৮ |
ওয়ার্ড নং ৬১ | ০.৩৯ | ১৬০৮৮ | ১২৩০২ | ৭৭.৯৬ |
ওয়ার্ড নং ৬২ | ০.৭৮ | ২৪৪১৬ | ২৩৬৫০ | ৮১.৫৬ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ লালবাগ দুর্গ (১৬৭৮), লালবাগ শাহী মসজিদ (১৭০৩), লালবাগ দুর্গ মসজিদ, খান মুহাম্মদ মৃধার মসজিদ (১৭০৬), আজিমপুর গোরস্থান শাহী মসজিদ (১৭১১), লালবাগ শিবমন্দির।
ধর্মীয় প্রতিষ্ঠান আজিমপুর ছাপড়া মসজিদ, আজিমপুর বাসস্ট্যান্ড মসজিদ, আজিমপুর বড় দায়রা শরীফ, লালবাগ শাহী মসজিদ উল্লেখযোগ্য।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৭১.৪৫%; পুরুষ ৭৫.৩২%, মহিলা ৬৬.৬১%। উলেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: গার্হস্থ্য অর্থনীতি কলেজ (১৯৬১), ইডেন গার্লস কলেজ (১৯৬৩), আজিমপুর গার্লস হাইস্কুল (১৯৫৭), ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ (১৯৫৭), লিটল অ্যাঞ্জেল স্কুল।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব ১১, জিমনেসিয়াম ২, কমিউনিটি সেন্টার ৭, সিনেমা হল ১।
গুরুত্বপূর্ণ স্থাপনা আজিমপুর কবরস্থান।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ০.৩৭%, কৃষি শ্রমিক ০.১১%, অকৃষি শ্রমিক ০.৮৯%, শিল্প ৪.২৮%, ব্যবসা ৩৩.৪৭%, নির্মাণ ২.২১%, পরিবহণ ও যোগাযোগ ৬.৭৬%, চাকরি ৩৬.১৬%, ধর্মীয় সেবা ০.২০%, রেন্ট অ্যান্ড রেমিট্যান্স ২.৬৯% এবং অন্যান্য ১২.৮৬%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৫.৬৪%, ভূমিহীন ৫৪.৩৬%।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি ধান, পাট, ডাল, আখ।
প্রধান ফল-ফলাদিব আম, কাঁঠাল, নারিকেল।
যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ৩৯.৯৪ কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।
শিল্প ও কলকারখানা পোশাক শিল্প, প্লাস্টিক ফ্যাক্টরি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ, ফুট ওয়ার ইন্ডাস্ট্রিজ, টুথব্রাশ ফ্যাক্টরি, সাইকেল যন্ত্রাংশ তৈরির ফ্যাক্টরি, ওয়েল্ডিং কারখানা।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, হস্তশিল্প।
প্রধান রপ্তানিদ্রব্য তৈরি পোশাক, সাইকেলের যন্ত্রাংশ, হস্তশিল্প।
বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৮.৬৫% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ২১.১৬%, পুকুর ০.০৫%, ট্যাপ ৭৭.৭০% এবং অন্যান্য ১.০৯%।
স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৮৪.৩২% পরিবার স্বাস্থ্যকর এবং ১৫.২৩% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ০.৪৫% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র সরকারি হাসপাতাল ১, ক্লিনিক ১০।
[সৈয়দ সাবিবর আহম্মেদ]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।