রুটাইল
রুটাইল লালচে-বাদামি অথবা কালো চার বাহু (tetragonal) বিশিষ্ট মণিক, সাধারণত ঘন সংহত অথবা লন্বা প্রিজমবিশিষ্ট স্ফটিক। এর চিড় (cleavage) বেশ পরিস্কার (১১০); মোহ স্কেলে এর কাঠিন্য হলো ৬-৬.৫ এবং আপেক্ষিক গুরুত্ব ৪.২-৪.৫। এটি এসিড আগ্নেয় শিলা ও রুপান্তরিত শিলার আনুষঙ্গিক (accessory) মণিক এবং কোয়ার্জ মণিকের শিরা ও সৈকত বালিতে অবশিষ্টাংশ হিসেবে পাওয়া যায়। রুটাইল রড ঢালাই, রং শিল্প এবং টিটানিয়াম ধাতুর প্রধান উৎস হিসেবে ব্যবহূত হয়। বাংলাদেশে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও পটুয়াখালী জেলার সমুদ্র সৈকতের বালিতে ভারি মণিক পেসার (placer) মজুত হিসেবে রুটাইল পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে মিহি থেকে অধিকতর মিহি বালুকণাতে রুটাইল মণিক উপস্থিত থাকে। সাধারণত রুটাইল মণিক ধারণকারী বালু জিরকন, ম্যাগনেটাইট ও মোনাজাইট ধারণকারী বালুর চেয়ে অধিকতর মোটা দানাদার বিশিষ্ট হয়ে থাকে। সৈকত বালি পেসারে এই মণিকের পরিমাণ সর্বোচ্চ প্রায় ৪% (মহেশখালী দ্বীপ), সর্বনিম্ন ০.৩৫% (কুয়াকাটা) যদিও গড়ে প্রায় ২.০%। বাংলাদেশে রুটাইলের মোট মজুত হিসাব করা হয়েছে প্রায় ৭০,২৭৪ টন। নিম্নের সারণিতে বিভিন্ন রুটাইলের পরিমাণ উলেখ করা হলো:
স্থান #কাচাবালু #ভারি মণিক #মোনাজাইট
বদরমোকাম (কক্সবাজার)সাবরং (কক্সবাজার)টেকনাফ (কক্সবাজার)শিলখালি (কক্সবাজার)ইনানী (কক্সবাজার)কক্সবাজারমহেশখালী দ্বীপ (কক্সবাজার)মাতারবাড়ী দ্বীপ (কক্সবাজার)নিঝুম দ্বীপ (নোয়াখালী)কুতুবদিয়া দ্বীপ (কক্সবাজার)কুয়াকাটা#১৭,৬৫,০০০৩,৪৭,৫৫৮১৯,৩৯,৫৮০২৭,৫৬,৮২৮৭,২৯,২৮৬৫১,১৯,০০০৪১,১৪,২৩০৬৯,০৩০৩,৭৯,৩৩৭৪,০৪,৬৪৬২৮,৭২,৪৮৬#৪,১১,০০০৬৮,৫৮২৪,৪২,২৯১৪,৮৯,৭১৪১,৭৫,৪৭৬৯,২০,০০০৭,৮৪,২১০১৫,২১৫৯৬,৩৪৮১,২০,০০০৮,৩১,৬৬৮#৩,২৮৮১,৩৭২১৩,২৩০১০,৭৭৪৪,০৩৬৬,৪৪০২৪,৫৯৬২৯৫৪২৪১,৯০৮৩,৯১১
মোট #২.০৪.৯৬.৯৮১ #৪৩.৫৪.৫০৪ #৭০.২৭৪
[সিফাতুল কাদের চৌধুরী]