রাজশাহী সিটি করপোরেশন
রাজশাহী সিটি করপোরেশন আয়তন: ৯৫.৫৬ বর্গ কিমি। অবস্থান: ২৪ন২০ভ থেকে ২৪ন২৪ভ উত্তর অক্ষাংশ এবং ৮৮ন৩২ভ থেকে ৮৮ন৪০ভ পূর্ব দ্রাঘিমাংশ। জনসংখ্যা ৩৮৮৮১১; পুরুষ ২০৮৫২৫, মহিলা ১৮০২৮৬। জলাশয় প্রধান নদী: পদ্মা।
প্রশাসন রাজশাহী পৌরসভা গঠিত হয় ১৮৭৬ সালে। সিটিকর্পোরেশন ঘোষণা করা হয় ১৯৯১ সালে।
সিটি করপোরেশন
সিটি করপোরেশন #থানা #ওয়ার্ড #মহল্লা #জনসংখ্যা #ঘনত্ব (প্রতি বর্গ কিমি) #শিক্ষার হার (%)
১ #৪ #৩৩+৪ (আংশিক) #১৭০ #৩৮৮৮১১#৪০৬৮ #৬৭.০৮
থানা
থানা #আয়তন (বর্গ কিমি) #ওয়ার্ড #মহল্লা #জনসংখ্যা #ঘনত্ব (প্রতি বর্গ কিমি) #শিক্ষার হার (%)
বোয়ালিয়া ২২ #৩৮.১১ #১৬+৩ (আংশিক)#৮২ #১৯১৭১১ #৬৯৫ #৭১.২২
মতিহার ৪০ #২০.৩২ #৫ #২০ #৫১৭২৪ #২৫৪৫ #৬৩.৫৫
রাজপাড়া ৮৫ #২৪.৯০ #৯+১ (আংশিক) #৪৬ #১২১০৭৬ #৪৮৬২ #৬৯.৭০
শাহামখদুম ৯০ #১২.২৩ #৩ #২২ #২৪৩০০ #১৯৮৬ #৬৩.৮৬
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
এক নজরে রাজশাহী সিটি করপোরেশন
পৌরসভা গঠিত হয় #১৮৭৬
মিউনিসিপ্যাল করপোরেশনে উন্নীত করা হয় #১৯৮৭
সিটি করপোরেশনে উন্নীত করা হয় #১৯৯১
প্রথম মেয়র #আব্দুল হাজী
বর্তমান মেয়র #এ এইচ এম খায়রুজ্জামান লিটন
ঘরবাড়ি (হোল্ডিং) #১,১৫,৫৬২
জনসংখ্যা #৩৮৮৮১১
জনসংখ্যার ঘনত্ব #৪০৬৮ (প্রতি বর্গ কিমি)
ওয়ার্ড সংখ্যা #৩০
ওয়ার্ড কমিশনার #৩০
সংরক্ষিত আসন #১০
প্রশাসনিক থানা #৪
রাস্তা #১৮৬.৬৪ কিমি
ড্রেন #১৪২.১৮ কিমি
পার্ক #২
কমিউনিটি সেন্টার #৭
জিমনেসিয়াম #২
কবর স্থান ও শ্মশান #৪
বাস টার্মিনাল #১
ট্রাফিক সিগন্যাল #২০
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; মাঠ পর্যায়ের তথ্য।
[তপন পালিত]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; রাজশাহী সিটি করপোরেশনের থানাসমূহের মাঠ পর্যায়ের রিপোর্ট ও সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।