মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড  বাংলাদেশের তৃতীয় প্রজন্মের ব্যক্তিমালিকানাধীন একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৯ সালের ২০ মে নিবন্ধিত এই ব্যাংকটি ১৯৯৯ সালের ২ জুন ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বিভিন্ন সেক্টরের ২৭ জন নামকরা ব্যবসায়ী এই ব্যাংকের উদ্যোক্তা। ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মোঃ আবদুল জলিল এম.পি এবং কুশলী ব্যাংকার এম তাহেরউদ্দিন ছিলেন প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ঢাকার ৬১ দিলকুশা বাণিজ্যিক এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয় অবস্থিত।

ব্যাংকটির প্রারম্ভিক অনুমোদিত মূলধন ছিল ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৪.৫০ কোটি টাকা। প্রতিষ্ঠার পরবর্তী ১২ বছরে ব্যাংকটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে যথাক্রমে ৮০০ কোটি এবং ৪০৭.২০ কোটি টাকায়। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তার সাধারণ এবং কর্পোরেট গ্রাহকদের বৃহৎ পরিসরে ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যাংকটির ডিপোজিট সেবাগুলির মধ্যে আছে: ফিক্সড ডিপোজিট, স্কিম ডিপোজিট, সেভিংস্ ডিপোজিট এবং স্বল্পমেয়াদি ডিপোজিট।

ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকটি উৎপাদনমূলক খাত যেমন কৃষি এবং কর্পোরেট, এসএমই ও ক্ষুদ্রঋণসহ ম্যানুফ্যাকচারিং খাতে ঋণ প্রদান করে। এমবিএল কর্পোরেট গ্রাহকদের নিষদীকরণের আওতায় সুযোগ প্রদান করে থাকে। ব্যাংকটির পুঁজি বিনিয়োগের অন্যান্য খাত হলো: ব্যবসায়, ইঞ্জিনিয়ারিং, ঠিকাদারী অর্থায়ন, লিজ ফাইন্যান্সিং, ফার্মসিউটিক্যালস, আবাসন, পরিবহণ, বস্ত্রশিল্প, কাঁচ ও কাঁচজাত শিল্প, প্লাস্টিক ও প্লাস্টিকজাত শিল্প ইত্যাদি। এমবিএল ২০০৯ সালে ‘মার্কেন্টাইল ব্যাংক ব্রোকারেজ হাউজ’ নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পুঁজিবাজারে ব্যবসায় পরিচালনা করছে।

প্রথাগত ব্যবসা, ম্যানুফ্যাকচারিং, আমদানি-রপ্তানি ব্যবসা ছাড়াও মার্কেন্টাইল ব্যাংক ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম, মাসিক সেভিংস স্কিম, মাসিক বেনিফিট ডিপোজিট স্কিম, স্পেশাল সেভিংস স্কিম এবং নিম্ন ও মধ্য আয়ের লোকদের জন্য জামানতবিহীন দুটি বিশেষ লোন স্কিম, যেমন কনজুমার ক্রেডিট স্কিম ও স্মল লোন স্কিম চালু করেছে।

দ্রুত ও নিরাপদ রেমিট্যান্স সেবা পৌঁছে দেবার জন্য মার্কেন্টাইল ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ কোম্পানি এবং ব্যাংকের সাথে জোরদার নেটওয়ার্ক গড়ে তুলেছে। রেমিট্যান্স সেবা স্বজনদের কাছে পৌঁছে দেবার জন্য এমবিএল বিশ্বের বিভিন্ন দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, জাপান ইত্যাদি দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া বিশ্বের খ্যাতিমান মুদ্রা স্থানান্তরকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন সার্ভিসের সাথে আন্তর্জাতিক প্রতিনিধিত্বমূলক চুক্তিও স্বাক্ষর করেছে। দেশের অভ্যন্তরে প্রাপকদের কাছে রেমিট্যান্স পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পোস্ট অফিসের (বিপিও) সাথে ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিপিও তার ৪৫০টি শাখার মাধ্যমে এ সেবা গ্রাহকের কাছে পৌঁছে দেয়। এভাবে এমবিএল রেমিট্যান্স সেবা সহজে, দ্রুত এবং নিরাপদে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই চক্র গড়ে তুলেছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের রেমিট্যান্স তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকটি ‘মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউজ’ নামে একটি হাউজ চালু করতে যাচ্ছে।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)
বিবরণ ২০০৪ ২০০৫ ২০০৬ ২০০৭ ২০০৮ ২০০৯
অনুমোদিত মূলধন ১২০০ ১২০০ ৩০০০ ৩০০০ ৩০০০ ৮০০০
পরিশোধিত মূলধন ৭৯৯ ৯৯৯ ১১৯৯ ১৪৯৯ ১৭৯৯ ২১৫৮
রিজার্ভ ৮১৮ ১০৪৭ ১৩৫৫ ১৮৮৮ ২৩৮৮ ২৮৩৭
আমানত ২২৩৮৫ ২৫০৮৭ ৩৩৩১৮ ৩৯৩৪৮ ৪৯৫৩৮ ৫৮০৩৩
(ক) তলবি আমানত ৫৬৫০ ৩৪৪১ ৪১৮৬ ৫৪৪৩ ৫৬৭৪ ৬৯৬৬
(খ) মেয়াদি আমানত ১৬৭৩৫ ২১৬৪৬ ২৯১৩২ ৩৩৯০৫ ৪৩৮৬৪ ৫১০৬৮
ঋণ ও অগ্রিম ১৭৬৬৯ ২১৮৫৭ ২৬৮৪২ ৩১৮৭৮ ৪১৯৯৪ ৪৮২৯৫
বিনিয়োগ ৩৭১৫ ৩৫১৮ ৫৪০৮ ৭১০০ ৭৬৯০ ৯৬৭৩
মোট পরিসম্পদ ২৪৭০৫ ২৮৮৯০ ৩৭১৬০ ৪৪৯৪১ ৫৫৯২৯ ৬৬১৬৭
মোট আয় ২৭১৮ ৩৪৭৩ ৪৬৩১ ৫৫৬১ ৬৮৭৮ ৮২৪৮
মোট ব্যয় ১৮৯৬ ২৫০৫ ৩৪৫৩ ৪১৭৬ ৫২৯৬ ৬৩৩৬
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ৪৬৪০৮ ৫৮০৬০ ৮০০২৪ ৭৬৫৬০ ১০৪৩৬১ ১১১৯৫৩
(ক) রপ্তানি ১৭৪১১ ২৪১০৯ ৩৪৫৯২ ৩২৬৭০ ৪৩১০৯ ৪৬২৯৯
(খ) আমদানি ২৮৩২৫ ৩৩২৭২ ৪২৪৪৩ ৪০৩৮০ ৫৬৫২৯ ৬০৫৯৩
(গ) রেমিট্যান্স ৬৭১ ৬৭৯ ২৯৮৯ ৩৫১০ ৪৭২৩ ৫০৬১
মোট জনশক্তি (সংখ্যায়) ৫৪৪ ৬৬৩ ৮৭৯ ৯৪৫ ১১১৫ ১৩০৩
(ক) কর্মকর্তা ৫২৭ ৬৪৩ ৮৫৪ ৯১৭ ১০৮৭ ১২৭৭
(খ) কর্মচারী ১৭ ২০ ২৫ ২৮ ২৮ ২৬
বিদেশি প্রতিষঙ্গী ব্যাংক (সংখ্যায়) ২৫৫ ২৬৬ ৩০৬ ৫৮৪ ৫৮৬ ৫৯০
শাখা (সংখ্যায়) ২৫ ২৮ ৩৫ ৪১ ৪২ ৫৩
(ক) দেশে ২৫ ২৮ ৩৫ ২৯ ৪২ ৫৩
(খ) বিদেশে - - - - - -
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ - - - ১০০০ ৪৮ ১৯৯
খ) আদায় - - - - ৪৪১ ৪৪৯
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ ১৭৬৬৭ ২১৮৫৭ ২৬৩৩৯ ২৬৯৭৫ ৪০০৯০ ১৩৩১৭
খ) আদায় ৮৭৭৭ ১১৪৩৯ ১৪২১৩ ১২৬৫৫ ১৬২৫৭ ১২৪১৩
খাতভিত্তিক  ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য - - - ১০০০ ৬৪৫ ৩৩৮
খ) শিল্প ৬৪৮৯ ৬৬২০ ৭০০৮ ৯৫৩৫ ১১০২৫ ১৬১৬০
গ) ব্যবসা-বাণিজ্য ৫৩২০ ৬৫৭৬ ৯৪৬৭ ১১৭৮২ ১৫১৩৯ ১৫৯৮২
ঘ) দারিদ্র্য বিমোচন - - - ৪৫৪ ১০৪

উৎস  অর্থবিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী, ২০০৪-০৫ থেকে ২০০৯-১০

শেয়ার হোল্ডার এবং অন্যান্য স্টক হোল্ডারদের আত্মবিশ্বাস বাড়ানো এবং আস্থা স্থাপনের জন্য ২২ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ ব্যাংকটির সার্বিক তত্ত্বাবধান ও নীতিকৌশল প্রণয়ন করে। গ্রাহকসেবা ও অন্যান্য কার্যক্রমে সফলতার স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে মার্কেন্টাইল ব্যাংক বিভিন্ন পেশাজীবী ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা লাভ করেছে। ২০০৮ সালে প্রকাশিত ব্যাংকিং খাতের বার্ষিক প্রতিবেদনের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে হিসাবরক্ষণ বিষয়ক সর্বোচ্চ পেশাজীবী সংস্থা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর কাছ থেকে ‘সার্টিফিকেট অফ মেরিট’ লাভ করেছে মার্কেন্টাইল ব্যাংক। এছাড়া রেমিট্যান্স ব্যবস্থাপনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০০৯ সালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-এর নিকট থেকে এই ব্যাংক পেয়েছে ‘সোনার মানুষ সেবা পুরস্কার’। [মুহম্মাদ আব্দুল মজিদ]