মহাশোল

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

মহাশোল (Mahseer)  Cypriniformes বর্গের Cyprinidae গোত্রের স্বাদুপানির কার্প জাতীয় দুই প্রজাতির  মাছ Tor tor এবং T. putitora। এরা বালুময় বা পাথরভরা পাহাড়ি স্রোতস্বিনী বা খরস্রোতা নদীর বাসিন্দা। স্থানীয় মাছ হলেও বর্তমানে T. tor এক বিপন্ন প্রজাতি এবং T. putitora বিদেশ থেকে আনা এক প্রজাতি।

মহাশোল

মহাশোল মাছের দৈর্ঘ্য হয় প্রায় এক মিটার এবং ওজন ৬ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। লম্বাটে দেহ বড় বড় গোলাকার অাঁশে ঢাকা, সোনালী রং, তাতে উজ্জ্বল রূপালী ফোঁটা। মুখ ছোট, ঠোঁট পুরু ও মাংসল। দু’জোড়া খাটো স্পর্শী। এই মাছ বর্তমানে নেত্রকোনা জেলার কংস, সোমেশ্বরী, মাগুরা ও চিতলি নদীতে, দিনাজপুর জেলার মহানন্দা এবং দৈবাৎ চট্টগ্রাম জেলার কর্ণফুলি, শাঙ্গু ও মাতামুহুরী নদীতে পাওয়া যায়। এরা বর্ষার শুরুতে ভাটির দিকে যায় এবং বর্ষা শেষে স্রোতের বিপরীত দিকে উজিয়ে ওঠে। প্রজনন মৌসুম আগস্ট-সেপ্টম্বরে শুরু হয়, চলে ডিসেম্বর পর্যন্ত।  [মো. গোলাম মোস্তফা]