ভূতাত্ত্বিক জরিপ
ভূতাত্ত্বিক জরিপ (Geological Survey) কোন ভূখন্ডের পদ্ধতিগত ভূতাত্ত্বিক মানচিত্রায়ণ। ভূতাত্ত্বিক মানচিত্র সড়ক ও রেলপথের শ্রেণীবিন্যাস, সেতু, সুড়ঙ্গপথ ও ভবনাদি, শহর রক্ষা কার্যক্রম এবং ভূমিকম্পের মতো বিষয়ে অধ্যয়ন ও গবেষণার প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে। সাধারণত কোন সংগঠন বা সংস্থার মাধ্যমে এই ভূতাত্ত্বিক জরিপ চালানো হয়। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) প্রধানত বাংলাদেশের ভূ-পৃষ্ঠের উপরিভাগ ও ভূগর্ভে শিলা, মণিক, জীবাশ্ম ও জলজ সম্পদের পদ্ধতিগত ভূতাত্ত্বিক মানচিত্রায়ণ ও জরিপ কাজ পরিচালনায় নিয়োজিত। জিএসবি অর্থনৈতিক সম্পদের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করে এবং সাধারণত অর্থনৈতিকভাবে অধিকতর লাভজনক খনিজ উত্তোলনের নিমিত্তে ভূতাত্ত্বিক মানচিত্র প্রণয়ন করে। জিএসবি ১:৫০,০০০ স্কেলে দেশের ৬০ হাজার বর্গ কিমি এলাকার ভূতাত্ত্বিক মানচিত্রাঙ্কন সম্পন্ন করেছে।
[এম আবু বকর]