বেঞ্চমার্ক
বেঞ্চমার্ক (Benchmark) জরিপকৃত এলাকায় সাধারণত কোন তীর চিহ্নযুক্ত স্তম্ভের উপর ঐ স্থানের উচ্চতা নির্দেশিত হলে, ঐ উচ্চতা নির্দেশক চিহ্নকে মূল চিহ্ন বা বেঞ্চমার্ক বলে। মানচিত্রে এগুলো BM অক্ষর দ্বারা নির্দেশিত হয়। সার্ভে অব বাংলাদেশ -এস.ও.বি (Survey of Bangladesh-SOB) দেশব্যাপী প্রাথমিক মৌলিক জরিপের মাধ্যমে জরিপ স্থানগুলোতে স্তম্ভ নির্মাণ, তথ্য সুসংরক্ষণ ইত্যাদি দায়িত্ব পালন করে, থাকে যাতে জরিপ চিহ্নগুলো বহু বৎসর ধরে ব্যবহার করা যায়।
ভিন্ন ভিন্ন তিন ধরনের বেঞ্চমার্ক রয়েছে: ক) গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে (GTS) - স্থায়ী, খ) অস্থায়ী, এবং গ) ইচ্ছানির্ভর। এস.ও.বি সারা দেশে সমোন্নত স্থান বা সমউচ্চতা বিশিষ্ট স্থানগুলোতে সমব্যবধানে অত্যন্ত নির্ভুল পরিমাপের জি.টি.এস বেঞ্চমার্ক স্থাপন করে থাকে। জি.টি.এস বেঞ্চমার্কগুলোর মাঝে জানা উচ্চতাকে স্থায়ী সূত্রবিন্দু হিসেবে সংরক্ষণের জন্য স্থায়ী বেঞ্চমার্ক নির্মাণের কাজটি বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ করে থাকে। কোন লেভেলিং-এর কাজ করার সময় যে সমতল বিন্দুগুলো চিহ্নিত করা হয় সেগুলোকে সাধারণত অস্থায়ী বেঞ্চমার্ক বলে। এই চিহ্নগুলো বিভিন্ন স্থায়ী অবকাঠামো, যেমন- সেতু, তুলনামূলক দীর্ঘস্থায়ী ভবন বা কাঠামো ইত্যাদিতে অঙ্কিত বা খোদাই করে রাখা হয়। ছোটখাটো লেভেলিং কাজের জন্য স্থানীয় আনুমানিক উচ্চতাকে নির্দেশক হিসেবে ব্যবহার করা হলে তাকে ইচ্ছানির্ভর বেঞ্চমার্ক বলে।
পানি সম্পদ ব্যবহার বা এ জাতীয় বিষয়ে প্রকল্প পরিকল্পনা প্রণয়ন, বন্যার পানির গভীরতা পরিমাপ, ভূমির তুলনামূলক উচ্চতা পরিমাপ ইত্যাদি কাজে জরিপকারিগণ বেঞ্চমার্ক ব্যবহার করে থাকেন। ভূ-সংস্থানিক মানচিত্রের মতো বৃহৎ স্কেলে বাংলাদেশের যে মানচিত্রগুলো রয়েছে, তাতে বিভিন্ন স্থানের সমোন্নতি বিন্দু এবং বেঞ্চমার্কগুলোর অবস্থান নির্দেশ করা রয়েছে।
[মোহা. শামসুল আলম]
আরও দেখুন ভূ-সংস্থানিক মানচিত্র।