বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটি করপোরেশন আয়তন: ২৪.৯১ বর্গ কিমি। অবস্থান: ২২°৩৮' থেকে ২২°৪৫' উত্তর অক্ষাংশ এবং ৯০°১৮' থেকে ৯০°২৩' পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা, দক্ষিণে বন্দর থানা এবং নলছিটি ও বাকেরগঞ্জ উপজেলা, পূর্বে কাউনিয়া ও বন্দর থানা, পশ্চিমে এয়ারপোর্ট ও কোতোয়ালী থানা এবং নলছিটি উপজেলা।জনসংখ্যা ২২৪৩৮৯; পুরুষ ১২৩৪০২, মহিলা ১০০৯৮৭।
জলাশয় প্রধান নদী: কীর্তনখোলা।
প্রশাসন পৌরসভা গঠিত হয় ১৮৭০ সালে এবং বরিশাল সিটি করপোরেশন ঘোষণা করা হয় ২৫ জুলাই ২০০২ সালে।
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ , বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। [তপন পালিত] তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; বরিশাল সিটি করপোরেশনের থানাসমূহের মাঠ পর্যায়ের রিপোর্ট ও সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭। |