ফ্লাইক্যাচার

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

ফ্লাইক্যাচার (Flycatcher) বাংলাদেশে লেজনাচানি নামে পরিচিত বিরল পাখি। Passeriformes বর্গের এই গায়ক পাখি মূলত পশ্চিম গোলার্ধ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বেশি দেখা যায়। দীর্ঘ পুচ্ছ, চোখ বড় ও খাটো পাসহ এসব পাখি ছোট আকারের (প্রায় ২৩ সেমি-এর কাছাকাছি)। বনাঞ্চল এদের অধিক পছন্দ। এদের যেসব প্রজাতি ছোঁমেরে পতঙ্গ ধরে তাদের ঠোঁট প্রশস্ত এবং যারা মাটিতে খুঁটে পোকামাকড় সংগ্রহ করে তাদের ঠোঁট সরু। পৃথিবীব্যাপী ১৫৫ প্রজাতির ফ্লাইক্যাচার রয়েছে। বাংলাদেশে ফ্লাইক্যাচার আছে ৮টি পরিযায়ী প্রজাতিসহ মোট ১৫ প্রজাতির (সারণি দেখুন)।