নিয়ামতপুর উপজেলা
নিয়ামতপুর উপজেলা (নওগাঁ জেলা) আয়তন: ৪৪৯.১০ বর্গ কিমি। অবস্থান: ২৪°৪১´ থেকে ২৪°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°২৩´ থেকে ৮৮°৪০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে পোরশা উপজেলা, দক্ষিণে তানোর ও নাচোল উপজেলা, পূর্বে মান্দা ও মহাদেবপুর উপজেলা, পশ্চিমে গোমস্তাপুর ও নাচোল উপজেলা।
জনসংখ্যা ২২৬৬১৪; পুরুষ ১১৫৬৮১, মহিলা ১১০৯৩৩। মুসলিম ১৭৬৯৫৭, হিন্দু ৩৬০৬৯, বৌদ্ধ ২০৩৫, খ্রিস্টান ৫২ এবং অন্যান্য ১১৫০১। এ উপজেলায় সাঁওতাল, ওরাওঁ, মুন্ডা প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
জলাশয় প্রধান নদী: শিব।
প্রশাসন থানা গঠিত হয় ১৯১৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
উপজেলা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব(প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
- | ৮ | ৩১৭ | ৩৪১ | ৬১২৮ | ২২০৪৮৬ | ৫০৫ | ৬৩.৬ | ৪০.৪ |
উপজেলা শহর | ||||
আয়তন (বর্গ কিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) |
৩.০১ | ২ | ৬১২৮ | ২০৩৬ | ৬৩.৬৩ |
ইউনিয়ন | ||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন(একর) | লোকসংখ্যা | শিক্ষার হার(%) | |
|| || পুরুষ | মহিলা | |||
চন্দননগর ৩১ | ১২৮১৬ | ১২২৩৯ | ১১৯২৫ | ৩৫.১৩ |
নিয়ামতপুর ৫২ | ১০৯৬৬ | ১৩৫৩১ | ১২৩৬৫ | ৪৬.০৫ |
পারইল ৬৩ | ১৪৩৬৫ | ১৩৮৫৮ | ১৪০০৬ | ৪২.৫২ |
বাহাদুরপুর ১০ | ১৩৯৪৮ | ১৬৭৫৮ | ১৫৩৩৯ | ৩৯.২০ |
ভাবিচা ২১ | ১৩০৮৮ | ১৫৭৭৯ | ১৫২১৬ | ৩৮.৩৯ |
রসুলপুর ৭৩ | ১৮৬৭৯ | ১৬৪৬৮ | ১৫৭৮৯ | ৪১.৪৩ |
শ্রীমন্তপুর ৮৪ | ১১৮১৪ | ১৩৯১৯ | ১৩৭০৬ | ৪৮.০৬ |
হাজীনগর ৪২ | ১৫৩০৩ | ১৩১২৯ | ১২৫৮৭ | ৩৭.৪৩ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ কালাপাহাড়ের ভিটে (নিয়ামতপুর), মুঘল আমলে নির্মিত মসজিদ (ধরমপুর গ্রাম)।
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের এপ্রিল মাসে পাকবাহিনী এ উপজেলার ভাবিচা ও নিয়ামতপুর গ্রামে অতর্কিতে আক্রমণ করে বেশসংখ্যক নিরীহ গ্রামবাসিকে হত্যা করে এবং ঘরবাড়ি লুটপাটসহ অগ্নিসংযোগ করে। মুক্তিযুদ্ধের সময় এ উপজেলার দেওয়ান আজিজার রহমান ও এমএনএ ছালেক চৌধুরীসহ মোট ১১ জন মুক্তিযোদ্ধা নিয়ামতপুর থানা আক্রমণ করলে ৬ জন রাজাকার অস্ত্রসহ আত্মসমর্পন করে।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩৭৫, মন্দির ২৬, গির্জা ৪।
চিত্র:নিয়ামতপুর উপজেলা html 88407781.png
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪১.১%; পুরুষ ৪৫.৫%, মহিলা ৩৬.৪%। কলেজ ৫, মাধ্যমিক বিদ্যালয় ৪০, প্রাথমিক বিদ্যালয় ১১৮, কেজি স্কুল ১, এনজিও স্কুল ৮, মাদ্রাসা ৪৭। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বলাতৌড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ (১৯৭০), নিয়ামতপুর ডিগ্রি কলেজ (১৯৮০), বামইন উচ্চ বিদ্যালয় (১৯৪৭), নিয়ামতপুর হাইস্কুল (১৯৪৮), শালবাড়ি উচ্চ বিদ্যালয় (১৯৫৮), কাপাসটিয়া উচ্চ বিদ্যালয় (১৯৬১), আমইল এ এস উচ্চ বিদ্যালয় (১৯৭০), বুদুরিয়া ডাংগাপাড়া ফাজিল মাদ্রাসা (১৯৪০)।
পত্র-পত্রিকা ও সাময়িকী প্রতিবাদ (অবলুপ্ত)।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ২, ক্লাব ২৯, খেলার মাঠ ৯০।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৮৬.২৮%, অকৃষি শ্রমিক ২.৪২%, শিল্প ০.২৩%, ব্যবসা ৫.০৯%, পরিবহণ ও যোগাযোগ ০.৫০%, চাকরি ২.১৬%, নির্মাণ ০.১৩%, ধর্মীয় সেবা ০.০৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.০৮% এবং অন্যান্য ৩.০৪%।
প্রধান কৃষি ফসল ধান, গম, আলু, শাকসবজি।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৫.২৮%, ভূমিহীন ৪৪.৭২%। শহরে ৫৪.০৫% এবং গ্রামে ৪৫.৯৫% পরিবারের কৃষিজমি রয়েছে।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি কাউন, অড়হর, তিসি, তিল, ছোলা, মসুরি।
প্রধান ফল-ফলাদি আম, কলা, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, পেঁপে, তরমুজ।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ৮, গবাদিপশু ১৮, হাঁস-মুরগি ১৫।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১০৫ কিমি, আধা-পাকারাস্তা ১৮.১৭ কিমি, কাঁচারাস্তা ৫০০ কিমি। কালভার্ট ৫১৬, ব্রিজ ৬৫।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়া ও গরুর গাড়ি।
শিল্প ও কলকারখানা বরফকল, চালকল, ওয়েল্ডিং কারখানা, বিস্কুট ফ্যাক্টরি, ছাপাখানা।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, সূঁচিশিল্প, বাঁশের কাজ।
হাটবাজার ও মেলা হাটবাজার ১৯, মেলা ১। নিয়ামতপুর হাট, খড়িবাড়ী হাট, বটতলী হাট, গাবতলী হাট, শাংসোল হাট এবং প্রেমগোসাই মেলা উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য সরু চাল, ধান।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ২০.৩৯% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৯৫.২৩%, ট্যাপ ০.৮৮%, পুকুর ০.৪৫% এবং অন্যান্য ৩.৪৪%।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলায় ১২.৫৩% (গ্রামে ১৬.৬৫% এবং শহরে ৫২.৬৬%) পরিবার স্বাস্থ্যকর এবং ১৮.১২% (গ্রামে ১৮.১০% এবং শহরে ১৯.৪৩%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৬৯.৩৫% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্লিনিক ৭, কমিউনিটি ক্লিনিক ২৯।
এনজিও ব্র্যাক, আশা, কারিতাস, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। [মো. মোন্তাজুর রহমান]
তথ্যসুত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; নিয়ামতপুর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।