নিবন্ধন আইন, ১৯০৮
নিবন্ধন আইন', '১৯০৮ (১৯০৮ সালের ১৬ নং আইন) স্বত্ব-দলিল নিবন্ধন বিষয়ক আইন। এ আইনের উদ্দেশ্য হলো দলিল নিবন্ধনের মাধ্যমে স্বত্ব-দলিলের সত্যতা নিশ্চিতকরণ এবং ভুয়া দলিল পরিহার। এ আইনে একশ টাকা বা তদূর্ধ্ব মূল্যের স্থাবর সম্পত্তি হস্তান্তরের দলিল ঐ সাব-রেজিস্ট্রার বা যুগ্ম-রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক যার এখতিয়ার ভুক্ত এলাকায় হস্তান্তরের সম্পত্তি সম্পূর্ণ বা অংশত অবস্থিত। এ আইনের আওতায় নিবন্ধনযোগ্য কোনো হস্তান্তর দলিল নিবন্ধিত না হলে সংশ্লিষ্ট অনিবন্ধিত স্থাবর সম্পত্তির উপর কোনো অধিকার বা স্বত্ব বর্তাবে না।
সাধারণত দলিল সম্পাদনের সময় থেকে ৪ মাসের মধ্যে দলিল নিবন্ধনের জন্য রেজিস্ট্রারের নিকট পেশ করতে হয়। রেজিস্ট্রার কোনো দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানালে তিনি তার কারণ নথিবদ্ধ করবেন এবং নিবন্ধনের আবেদনকারীকে নথির একটি নকল দেবেন। জেলা রেজিস্ট্রারের কাছে ওই অস্বীকৃতির বিরুদ্ধে আপীল করা যাবে এবং তিনি নিবন্ধনের নির্দেশ দিলে সংশ্লিষ্ট রেজিস্ট্রার এ নির্দেশ পাওয়ার পর দলিল নিবন্ধন করবেন। [আমিনুল হক]