দৌলতপুর থানা

Nasirkhan (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৬, ১৯ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

দৌলতপুর থানা (খুলনা জেলা)  আয়তন: ১৩.৬২ বর্গ কিমি। অবস্থান: ২২°৫০´ থেকে ২২°৫৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৮´ থেকে ৮৯°৩২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে খান জাহান আলী থানা, দক্ষিণে খালিশপুর থানা ও ডুমুরিয়া উপজেলা, পূর্বে দিঘলিয়া উপজেলা ও ভৈরব নদী, পশ্চিমে ডুমিরিয়া থানা।

জনসংখ্যা ১১৮৩৮০; পুরুষ ৬৩০৬৬, মহিলা ৫৫৩১৪। মুসলিম ১০৪৯৩০, হিন্দু ১২২৯৪, বৌদ্ধ ১১৪৪ এবং অন্যান্য ১২।

জলাশয় প্রধান নদী: ভৈরব।

প্রশাসন দৌলতপুর থানা গঠিত হয় ১৯১৭ সালে।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
৬+১ (আংশিক) ৩৪ ১০৭৫৭৩ ১০৮০৭ ১০০২৪ ৬৫.৫১ ৬০.০৮
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড নং ১ ৩.৩৫ ১০৬১৩ ৯৬৯৮ ৭০.১৭
ওয়ার্ড নং ২ আংশিক) ০.৭৫ ৭৪৮৬ ৬১৫২ ৬৯.২৭
ওয়ার্ড নং ৩ ৩.২০ ১২৩২৫ ১০৬৯১ ৬৩.১৪
ওয়ার্ড নং ৪ ২.০২ ৭৭৬৪ ৬৫৩৫ ৬৬.৩৬
ওয়ার্ড নং ৫ ০.৫৭ ৮২০১ ৭১১৩ ৬০.৯০
ওয়ার্ড নং ৬ ০.৪৯ ১১১৪১ ৯৮৫৪ ৬৩.২৪
আরঙ্গঘাটা ইউনিয়ন ১০ ৩.২৪ ৫৫৩৬ ৫২৭১ ৬০.০৮

ঐতিহাসিক ঘটনাবলি ১৯৭১ সালের মে মাসের শেষদিকে শিরোমণির বাদামতলার নিকট পাকবাহিনী ১৩ জন লোককে হত্যা করে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাস্কর্য ১ (বীর বাঙালি)।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ১৮, মন্দির ২, মঠ ১।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান  গড় হার ৬৬.৮৫%; পুরুষ ৭০.৭৪%, মহিলা ৬২.৪১%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বিএল বিশ্ববিদ্যালয় কলেজ, দৌলতপুর আর্ট কলেজ (১৯০২), দৌলতপুর হাইস্কুল (১৮৭৪), মুহসিন মাধ্যমিক বিদ্যালয় (১৮৬৭), মহেশ্বরপাশা কেএম মাধ্যমিক বিদ্যালয় (১৯২১), মহেশ্বরপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৮৬৪)।

চিত্র:দৌলতপুর থানা html 88407781.png

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব ৬, সিনেমা হল ১, খেলার মাঠ ১৬।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪.৪৭%, অকৃষি শ্রমিক ৬.৬৬%, শিল্প ৯.৭৩%, ব্যবসা ২৬.০২%, পরিবহণ ও যোগাযোগ ৮.৭৪%, চাকরি ২৪.২৫%, নির্মাণ ২.৪২%, ধর্মীয় সেবা ০.২৪%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ১.৫০% এবং অন্যান্য ১৫.৯৭%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪০.৬১%, ভূমিহীন ৫৯.৩৯%।

প্রধান কৃষি ফসল ধান, পাট, আখ, সুপারি, নারিকেল, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি পান, আলু।

প্রধান ফল-ফলাদি  আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, নারিকেল।

যোগাযোগ বিশেষত্ব রেলপথ ৩.২ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা লবণ কারখানা।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প।

হাটবাজার ও মেলা হাটবাজার ৩০।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৭৩.৪৩% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯৬.৮২%, পুকুর ০.১৩%, ট্যাপ ২.০৭% এবং অন্যান্য ০.৯৮%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৬৬.৫৬% পরিবার স্বাস্থ্যকর এবং ৩০.৮৬% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ২.৫৮% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

প্রধান রপ্তানিদ্রব্য   লবণ, গুড়।

স্বাস্থ্যকেন্দ্র থানা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৩, ইউএফএইচপি স্বাস্থ্যকেন্দ্র ১।  [একরামুল কবির]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।