দুধকুমার নদী
দুধকুমার নদী (Dudhkumar River) ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত রায়ডাক বা সংকোশ নদী পাটেশ্বরীর কাছে বাংলাদেশে প্রবেশ করে দুধকুমার নাম ধারণ করেছে। নদীটি পাটেশ্বরীতে গোদাধর ও গঙ্গাধর নদী দুটিকে উপনদী হিসেবে গ্রহণ করে অাঁকাবাঁকা পথে প্রায় ৫২ কিমি পথ অতিক্রম করে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। দুধকুমার নদীর মূল প্রবাহের অধিকাংশই ভারতের অন্তর্ভুক্ত। এ নদী জোয়ারভাটার প্রভাবমুক্ত, তবে মাঝে মধ্যে বন্যা কবলিত হয়ে থাকে।
[মোঃ মাহবুব মোর্শেদ]