দাস, জ্ঞানেন্দ্রমোহন
দাস', 'জ্ঞানেন্দ্রমোহন (১৮৭২-১৯৩৯) সাহিত্যিক ও অভিধান প্রণেতা। কলকাতার সিকদার বাগান এলাকায় তাঁর জন্ম। তাঁর শৈশব, ছাত্রজীবন ও কর্মজীবন কাটে পিতার কর্মস্থল উত্তর প্রদেশের এলাহাবাদে। অধ্যয়ন শেষে তিনি এলাহাবাদেই পুলিশ ইন্সপেক্টর জেনারেলের গোপনীয় শাখায় কেরানি হিসেবে পেশাগত জীবন শুরু করেন। এ সময় প্রবাসী পত্রিকায় লেখার মাধ্যমে তাঁর সাহিত্যচর্চা শুরু হয়।
১৯১০ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি কলকাতার নিকট আগড়পাড়ায় বসতি স্থাপন করে অভিধান রচনায় মনোনিবেশ করেন। বিশ বছরের একক সাধনায় তিনি প্রায় পঁচাত্তর হাজার শব্দসম্বলিত বাঙ্গালা ভাষার অভিধান (১৯১৭) প্রণয়ন কর্তৃক সমাদৃত হয়ে থাকে। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ হচ্ছে: ঋদ্ধি (১৯০৯), চরিত্র গঠন (১৯০৯), বঙ্গের বাহিরে বাঙ্গালী (১৯১৫), ইব্রীয় ধর্ম (১৯১৯), সৃষ্টিতত্ত্বে পুরাণ ও বিজ্ঞান (১৯১৯) ও প্রাণীদের অন্তরের কথা (১৯২১)। এছাড়া তিনি ইংরেজি থেকে ইংরেজি ও হিন্দি অভিধান (১৯২৮) সঙ্কলন এবং টীকাসহ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য সম্পাদনা করেন। ছাত্র ও শিশু-কিশোরদের পাঠোপযোগী কিছু পুস্তকও তিনি রচনা করেন। [সুশান্ত সরকার]