চিকিৎসা সাময়িকী
চিকিৎসা সাময়িকী (Medical Journal) বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ইংরেজিতে প্রায় ৪০টি চিকিৎসা সাময়িকী প্রকাশিত হয়। এগুলির মধ্যে ঢাকা শহর থেকে প্রকাশিত সাময়িকীর সংখ্যা ৩৩টি। অধিকাংশ সাময়িকীর প্রকাশ অবশ্য অনিয়মিত। এসব সাময়িকীর প্রত্যেকটির সর্বমোট প্রচার সংখ্যা ২০০ থেকে ৫০০ পর্যন্ত। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক গঠিত একটি কমিটির মাধ্যমে চিকিৎসা সাময়িকীগুলির মান যাচাই করা হয়। ইনডেক্স মেডিকাস বা এক্সারপ্টা মেডিকায় (Index Medicus or Excerpta Medica) গুটিকয় সাময়িকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চিকিৎসা সাময়িকীর তালিকা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল; বাংলাদেশ মেডিক্যাল জার্নাল (বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক); বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল বুলেটিন (১৯৭৩ সাল থেকে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল কর্তৃক প্রকাশিত); জার্নাল অব বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক); বাংলাদেশ জার্নাল অব মেডিসিন; জার্নাল অব ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ আর্মড ফোর্সেস মেডিক্যাল জার্নাল (১৯৭৫ সাল থেকে আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত হচ্ছে); বাংলাদেশ ক্যান্সার রিপোর্ট; বাংলাদেশ চেস্ট অ্যান্ড হার্ট বুলেটিন; বাংলাদেশ ডেন্টাল জার্নাল; বাংলাদেশ হার্ট জার্নাল; বাংলাদেশ জার্নাল অব চাইল্ড হেলথ (এক্সারপ্টা মেডিকায় সাময়িকীর সারাংশ মুদ্রিত হয়); বাংলাদেশ জার্নাল অব ডার্মাটোলজি, ভেনারেলজি ও লেপ্রোসি; বাংলাদেশ জার্নাল অব মাইক্রোবায়োলজি; বাংলাদেশ জার্নাল অব নিউরোসায়েন্স; বাংলাদেশ জার্নাল অব নিউট্রিশন; বাংলাদেশ জার্নাল অব অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি; দি জার্নাল অব বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি; বাংলাদেশ জার্নাল অব অটোল্যারিংগোলজি; বাংলাদেশ জার্নাল অব প্যাথোলজি (বাংলাদেশের প্যাথোলজি সমিতি কর্তৃক ১৯৮৪ সাল থেকে প্রকাশিত); বাংলাদেশ জার্নাল অব ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি; বাংলাদেশ জার্নাল অব প্রাইভেট মেডিক্যাল প্র্যাকটিশনারস; বাংলাদেশ জার্নাল অব সাইকোলজি; বাংলাদেশ জার্নাল অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং; বাংলাদেশ জার্নাল অব সায়েন্টিফিক রিসার্চ; বাংলাদেশ জার্নাল অব আলট্রাসনোগ্রাফি; বাংলাদেশ জার্নাল অব ইউরোলজি; বাংলাদেশ মেডিক্যাল কলেজ জার্নাল; বাংলাদেশ মেডিক্যাল জার্নাল (দিনাজপুর); বাংলাদেশ মেডিক্যাল রিভিউ; বাংলাদেশ রেন্যাল জার্নাল (বাংলাদেশ রেন্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত দ্বিবার্ষিক); ঢাকা শিশু হাসপাতাল জার্নাল; হাইজিয়া (Hygiea); জপসম (JOPSOM); জার্নাল অব বাংলাদেশ একাডেমি অব অফথ্যালমোলজি; জার্নাল অব বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেশিয়া; জার্নাল অব চিটাগং মেডিক্যাল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন; জার্নাল অব ডায়ারিয়াল ডিজিসেস অ্যান্ড রিসার্চ; জার্নাল অব ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড মেডিক্যাল রিসার্চ; জার্নাল অব মেডিক্যাল টিচার্স ফেডারেশন; ময়মনসিংহ মেডিক্যাল জার্নাল; নর্দান মেডিক্যাল জার্নাল; টিচার্স অ্যাসোসিয়েশন জার্নাল (রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতি কর্তৃক ১৯৮৯ সাল থেকে প্রকাশিত দ্বিবার্ষিক) এবং ট্রাঞ্জেকশন অব অফথ্যালমোলজি সোসাইটি অব বাংলাদেশ। [মীর মিসবাহউদ্দিন]