খুলনা বিভাগ
খুলনা বিভাগ আয়তন: ২১৬৪৩.৩০ বর্গ কিমি। অবস্থান: ২১°৬০ থেকে ২৪°১৩ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৩৪ থেকে ৮৯°৫৮ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে রাজশাহী বিভাগ, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ঢাকা ও বরিশাল বিভাগ, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার দক্ষিণাংশ জুড়ে সুন্দরবন বিস্তৃত।
জনসংখ্যা ১৪৭০৫২২৯; পুরুষ ৫১.০৫%, মহিলা ৪৮.৯৫%। মুসলিম ৮২.৮৭%, হিন্দু ১৬.৪৫%, অন্যান্য ০.৬৮%।
জলাশয় প্রধান নদী: গঙ্গা, গড়াই-মধুমতি, ইছামতি, কপোতাক্ষ, শিবসা, কুমার, রূপসা-পসুর, ভৈরব, চিত্রা, পশুর, রায়মঙ্গল, মাথাভাঙ্গা।
প্রশাসন খুলনা বিভাগ গঠিত হয় ১৯৬০ সালে। খুলনা পৌরসভা ঘোষণা করা হয় ১২ ডিসেম্বর ১৮৮৪ সালে এবং এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয় ১২ ডিসেম্বর ১৯৮৪ সালে। ৬ আগস্ট ১৯৯০ সালে খুলনাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষনা করা হয়।
খুলনা বিভাগ | ||||||||||
আয়তন (বর্গ কিমি) | সিটিকর্পোরেশন | জেলা | উপজেলা | পৌরসভা | ওয়ার্ড | ইউনিয়ন | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | |
শহর | গ্রাম | |||||||||
২১৬৪৩.৩০ | ১ | ১০ | ৫৯ | ২৮ | ২৭০ | ৫৪০ | ৩০৪২৬৬৪ | ১১৬৬২৫৬৫ | ৭৪৬ | ৪৭.১৪ |
সিটি কর্পোরেশন | ||||||||||
সিটি কর্পোরেশন | মেট্রোপলিটন থানা | ওয়ার্ড ও ইউনিয়ন | মহল্লা ও মৌজা | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||||
১ | ৫ | ৩৫ | ১৮৪ | ৮৮৪৪৪৫ | ১৬২৪৪ | ৭০.৪২ |
খুলনা মেট্রোপলিটন থানা | ||||||||||
মেট্রোপলিটন থানা | আয়তন (বর্গ কিমি) | ওয়ার্ড ও ইউনিয়ন | মহল্লা ও মৌজা | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||||
কোতয়ালী ৫১ | ৯.৪৫ | ৯ | ৬৩ | ২৫০৬৫১ | ২৬৫২৪ | ৭২.৮৬ | ||||
খানজাহান আলী ৪৮ | ২৮.৯৫ | ১+১ (আংশিক) | ৪ | ১০৮৩১৭ | ৩৭৪২ | ৭১.৩০ | ||||
খালিশপুর ৪৫ | ১১.৪৭ | ৮+২ (আংশিক) | ৪১ | ২৩৫০১৮ | ২০৪৯০ | ৭৩.৭২ | ||||
দৌ্লতপুর ২১ | ১১.৮১ | ৬+১ (আংশিক) | ৩৪ | ১১৮৩৮০ | ১০০২৪ | ৬৬.৮৫ | ||||
সোনাডাঙ্গা ৮৫ | ৮.৪২ | ৭ | ৪২ | ১৭২০৭৯ | ২০৪৩৭ | ৬৮.৯১ |
বিভাগের অন্যান্য তথ্য | |||||||||||
জেলার নাম | আয়তন (বর্গ কিমি) | উপজেলা | পৌরসভা | ওয়ার্ড | মহল্লা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) |
খুলনা | ৪৩৯৪.৪৬ | ৯ | ২ | ৩৩ | ১৮১ | ৬৭ | ৭৪৭ | ১১০১ | ২৩৭৮৯৭১ | ৫৪১ | ৫৭.৮১ |
ঝিনাইদহ | ১৯৪৯.৬২ | ৬ | ৫ | ৪৫ | ১৩৭ | ৬৭ | ৯৪৫ | ১১৫০ | ১৫৭৯৪৯০ | ৮১০ | ৪৪.৭০ |
মাগুরা | ৪০৬.৫০ | ৪ | ১ | ৯ | ৬১ | ১৩ | ২২২ | ২৩৬ | ৩৩১৪৯৪ | ৮১৫ | ৪৫.৮০ |
কুষ্টিয়া | ১৬২১.১৫ | ৬ | ৪ | ৩৯ | ৭৭ | ৬১ | ৭১১ | ৯৭৮ | ১৭৪০১৫৫ | ১০৭৩ | ৪০.৪০ |
যশোর | ২৫৭০.৪২ | ৮ | ৪ | ৩৬ | ১২২ | ৯২ | ১৩২৯ | ১৪৩৪ | ২৪৭১৫৫৪ | ৯৬২ | ৫১.২৯ |
বাগেরহাট | ৩৯৫৯.১১ | ৯ | ৩ | ২৭ | ৫৬ | ৭৫ | ৭২০ | ১০৩১ | ১৫৪৯০৩১ | ৩৯১ | ৫৮.৭০ |
চুয়াডাঙ্গা | ১১৭৭.৪০ | ৪ | ৪ | ৩৬ | ১১৩ | ৩১ | ৩৬৪ | ৫১৪ | ১০০৭১৩০ | ৮৫৫ | ৪০.৮৮ |
মেহেরপুর | ৭১৬.০৮ | ৩ | ১ | ৯ | ৭২ | ১৮ | ১৯০ | ২৭৮ | ৫৯১৪৩৬ | ৮২৬ | ৩৭.৮০ |
নড়াইল | ৯৯০.২৩ | ৩ | ২ | ১৮ | ৪৩ | ৩৭ | ৪৪৫ | ৬৫১ | ৬৯৮৪৪৭ | ৭০৫ | ৪৮.৫৬ |
সাতক্ষীরা | ৩৮৫৮.৩৩ | ৭ | ২ | ১৮ | ৪০ | ৭৯ | ৯৫৩ | ১৪৩৫ | ১৮৬৪৭০৪ | ৪৮৩ | ৪৫.৫২ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ২০৭৩৭, মন্দির ২০৫৯, মাযার ৭৮, গির্জা ৪৭।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৬.৯৪%; পুরুষ ৫০.৮৭%, মহিলা ৪২.৮০%। বিশ্ববিদ্যালয় ৭, কলেজ ৩১০, মেডিকেল কলেজ ২, আইন কলেজ ৪, টিচার্স ট্রেনিং কলেজ ১৪, মাধ্যমিক বিদ্যালয় ১৯৮৪, প্রাথমিক বিদ্যালয় ১৯১১২, কিন্ডার গার্টেন ৭৭, স্যাটেলাইট স্কুল ৩০৩, মাদ্রাসা ২০৪১, অন্যান্য ১২০। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, ব্রজলাল কলেজ, খুলনা পাবলিক কলেজ, এম.এ মাজিদ কলেজ, এমএম কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মাইকেল মধুসুদন বিশ্ববিদ্যালয় কলেজ, যশোর জেলা স্কুল (১৮৩৮), মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, নড়াইল বালক উচ্চ বিদ্যালয় (১৮৫৪), নলধা মাধ্যমিক বিদ্যালয় (১৮৯৫), বাড়ৈপাড়া প্রাথমিক বিদ্যালয় (১৮৫০), আংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯১৮), প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯০৫), শাহবাদ মাজিদিয়া আলীয়া মাদ্রাসা (১৯৫০)।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫৬.৫৬%, অকৃষি শ্রমিক ৪.০৪%, শিল্প ১.৭২%, ব্যবসা ১৫.২০%, পরিবহণ ও যোগাযোগ ৩.৪৭%, চাকরি ৪.৭৭%, নির্মাণ ৪.০৯%, ধর্মীয় সেবা ০.৫১%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৫% এবং অন্যান্য ৯.১৪%।
স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ১৭, ক্লিনিক ৫৪, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭৫, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১৮৩, উপস্বাস্থ্য কেন্দ্র ১৯১, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ১৪৮, চক্ষু হাসপাতাল ৮, ডায়াবেটিক হাসপাতাল ৪, মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র ১৪, বক্ষব্যাধি হাসপাতাল ৩, মিশন হাসপাতাল ৫, পশু হাসপাতাল ৭। [সাজাহান মিয়া]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; খুলনা বিভাগের জেলা ও উপজেলাসমূহের সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।