কামরুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকার টিকাটুলিতে অবস্থিত একটি সরকারি বিদ্যালয়। ১৯২৪ সালে ইডেন কলেজের স্কুল শাখা আলাদা হয় এবং ঢাকার নবাব পরিবারের নবাবজাদী আখতার বানুর মা’র নাম মিসেস কামরুন্নেছার নাম অনুসারে স্কুলটির নামকরণ করা হয় কামরুন্নেছা উচ্চ বিদ্যালয়। তিনি ও তাঁর দুই বোন স্কুলটি পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। শ্রেণিকক্ষ, ক্যাম্পাস এবং বালিকাদের থাকার আবাসিক হোস্টেলসহ স্কুলটির আয়তন প্রায় ২.৪০ একর। শুরুতে স্কুলটিতে ৫১ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৫৩০ জন ছাত্রী ছিল। ১৯৪৭ সালে দেশ ভাগের পর পূর্ব বাংলার তৎকালীন মূখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দীন স্কুলটিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে রূপান্তরিত করেন। অতঃপর একটি বালিকা হোস্টেল এবং একটি দ্বিতল বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনসহ স্কুলটিকে বর্তমান ২৫ অভয় দাস লেন, টিকাটুলিতে স্থানান্তরিত করা হয়। প্রতি বছর কামরুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনেক ছাত্রী ভর্তি হয় এবং এর এস এস সি পরীক্ষার ফলাফলও সমেত্তাষজনক।
[দেলওয়ার হাসান]