কাইয়ুম, মীর আবদুল
কাইয়ুম, মীর আবদুল (১৯৩৯-১৯৭১) শিক্ষাবিদ, শহীদ বুদ্ধিজীবী। জন্ম ১৯৩৯ সালের ৬ জুলাই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ঘাগরা গ্রামে। ১৯৫৬ সালে গফরগাঁও ইসলামিয়া হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে গফরগাঁও কলেজ থেকে আই এ পাস করেন। তিনি ১৯৬০ সালে আনন্দমোহন কলেজ থেকে স্নাতক এবং ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এম এ ডিগ্রি লাভ করেন। অতঃপর কান্দিপাড়া আজগর আলী হাইস্কুলে কিছুকাল শিক্ষকতা এবং গফরগাঁও কলেজে অধ্যাপনা করেন। ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে এশিয়া ফাউন্ডেশন প্রকল্পের অধীনে রিসার্চ সেন্টারে যোগ দেন। তিনি ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ডেমন্সট্রেটর এবং পরে প্রভাষক পদে যোগ দেন।
মীর আবদুল কাইয়ুম উনসত্তরের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। অনেকের সঙ্গে মীর আবদুল কাইয়ুমকে জীবন্ত কবর দেয়া হয়। রাজশাহী শহরের পদ্মা তীরবর্তী সরকারি বাংলোর বাবলাতলায় এ বধ্যভূমি অবস্থিত।
[মোহাম্মদ ফায়েকউজ্জামান]