চৌধুরী, বিচারপতি বদরুল হায়দার
চৌধুরী, বিচারপতি বদরুল হায়দার (১৯২৫-১৯৯৮) আইনশাস্ত্রজ্ঞ। ১৯২৫ সালের ১ জানুয়ারি নোয়াখালীতে তাঁর জন্ম। তিনি ১৯৪৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে এল.এল.বি ডিগ্রি লাভ করেন। বদরুল হায়দার চৌধুরী লিঙ্কনস ইন থেকে ১৯৫৫ সালে বার-এট-ল সম্পন্ন করেন। ১৯৫৬ থেকে ১৯৭১ সালের প্রথমদিক পর্যন্ত তিনি ঢাকা হাইকোর্টে আইন ব্যবসায়ে নিয়োজিত ছিলেন।
১৯৭১ সালের এপ্রিল মাসে বদরুল হায়দার ঢাকা হাইকোর্টের বিচারক নিযুক্ত হন। স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারি মাসে তিনি হাইকোর্টের বিচারক নিযুক্ত হন এবং ১৯৭৮ সালে আপিল বিভাগের বিচারক পদে উন্নীত হন। সংবিধানের ৮ম সংশোধনী মামলায় তাঁর রায় দেশের সাংবিধানিক আইনজ্ঞদের দৃষ্টিতে দেশের আইনি ইতিহাসে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। ১৯৮৯ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন এবং ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন।
বিচারপতি বদরুল হায়দার চৌধুরী সমাজকল্যাণমূলক কর্মকান্ডে তৎপর ছিলেন। ১৯৭২ সালে তিনি ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং ১৯৮০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত চেশায়ার ফাউন্ডেশন হোম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ সোসাইটি ফর এনফোর্সমেন্ট অব হিউম্যান রাইটস-এর সভাপতি হন।
বদরুল হায়দার চৌধুরী তাঁর রচিত Those Were the Days (১৯৫৬) স্মৃতিকথার জন্য লেখক হিসেবে সুখ্যাতি লাভ করেন। তাঁর অপরাপর গ্রন্থ The Long Echoes (১৯৯০) এবং The Evolution of the Supreme Court of Bangladesh (১৯৯১)। ১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়। [কাজী এবাদুল হক]