হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। দিনাজপুর জেলা শহরের ১৩ কিমি উত্তরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের একপার্শেত বাঁশেরহাট নামক স্থানে অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৯ সালে, এগ্রিকালচার এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট (এইটিই) হিসেবে। সে সময় এখানে তিন বছর মেয়াদি ডিপোমা ইন এগ্রিকালচার পরিচালনা করা হতো। ১৯৮৮ সালে প্রতিষ্ঠানটি ডিগ্রি প্রদানকারী কলেজে রূপান্তরিত করে এর নামকরণ করা হয় হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ। ১৯৯৯ সালে এ কলেজটিকেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। এটি উত্তরাঞ্চলের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা মোট ১৫০০ জন। যার মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০০ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৯৫ জন এবং ডক্টরেট পর্যায়ে ০৫ জন বর্তমানে অধ্যয়নরত আছেন।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদ এবং ৩৯টি বিভাগ চালু রয়েছে। এখানে বর্তমানে তিনটি ইউনিটে এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ, এ্যাগ্রোফরেস্ট্রি অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, ফিসারিজ, ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদে ছাত্রছাত্রী ভর্তি করানো হয়। [মোঃ হাসিনুর রহমান]