বরিশাল বিভাগ
বরিশাল বিভাগ আয়তন: ১৩৬৪৪.৮৫ বর্গ কিমি। অবস্থান: ২১°৪৮ থেকে ২২°২৯ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫২ থেকে ৯০°২২ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে লক্ষীপুর, নোয়াখালী জেলা, পশ্চিমে বাগেরহাট জেলা।
জনসংখ্যা ৮১৭৩৭১৮; পুরুষ ৪১৫৯২১০, মহিলা ৪০১৪৬০৮। মুসলিম ৭৩৩৮০৮৯, হিন্দু ৮১৬০৫১, বৌদ্ধ ১৪৩৪৮, খ্রিস্টান ৩৪৯২ এবং অন্যান্য ১৭৩৮।
জলাশয় বঙ্গোপসাগর। তেঁতুলিয়া, কীর্তনখোলা, হরিণঘাটা, বুড়ীশ্বর, গলাচিপা, বলেশ্বরী, জয়ন্তি, বিশখালী ও মেঘনা নদী এবং শাহবাজপুর চ্যানেল উল্লেখযোগ্য।
প্রশাসন বরিশাল বিভাগ গঠিত হয় ১ জানুয়ারি ১৯৯৩ সালে। বরিশাল পৌরসভা গঠিত হয় ১৯৫৭ সালে। ২০০০ সালে ৩০টি ওয়ার্ড নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন গঠিত হয়।
বিভাগ | ||||||||||
আয়তন (বর্গ কিমি) | সিটিকর্পোরেশন | জেলা | উপজেলা | পৌরসভা | ওয়ার্ড | ইউনিয়ন | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | |
শহর | গ্রাম | |||||||||
১৩৬৪৪.৮৫ | ১ | ৬ | ৩৯ | ২২ | ৩৩৩ | ২১৯ | ৭০১০৯৪৩ | ১১৬২৭৭৫ | ৩৯৮৩ | ৫৫.০৯ |
অন্যান্য তথ্য | |||||||||||
জেলা নাম | আয়তন (বর্গ কিমি) | উপজেলা | পৌরসভা | ওয়ার্ড | মহল্লা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) |
পটুয়াখালী | ৩২২০.১৫ | ৭ | ৩ | ২৭ | ৬২ | ৬৭ | ৫৭১ | ৮৬৫ | ১৪৬০৭৮১ | ৪৫৪ | ৫১.৬৫ |
পিরোজপুর | ১৩০৭.৬১ | ৬ | ৩ | ২৭ | ৫৫ | ৫১ | ৩৯৯ | ৬৪৫ | ১১১১০৬৮ | ৮৫০ | ৬৪.৩০ |
ঝালকাঠি | ৭৫৮.০৬ | ৪ | ২ | ১৮ | ৬৮ | ৩১ | ৪০০ | ৪৫২ | ৬৯৪২৩১ | ৯১৬ | ৬৫.৪০ |
বরগুনা | ১৮৩১.৩১ | ৫ | ৪ | ৩৬ | ৫১ | ৩৮ | ২৫৭ | ৫৬০ | ৮৪৮৫৫৪ | ৪৬৩ | ৫৫.৩০ |
বরিশাল | ২৭৯০.৫১ | ১০ | ৫ | ৬৬ | ১২০ | ৮৬ | ১১৪৭ | ১২৯০ | ২৩৫৫৯৬৭ | ৮৪৪ | ৫৭.০ |
ভোলা | ৩৭৩৭.২১ | ৭ | ৫ | ৪৫ | ৬৩ | ৬২ | ৪০৯ | ৪৬১ | ১৭০৩১১৭ | ৪৫৬ | ৩৬.৮৯ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ১৬৯৭৯, মন্দির ২৭৬৯, গির্জা ৫৬, বৌদ্ধ বিহার ৩৩, প্যাগোডা ২২, মঠ ৫।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৫.০৯%; পুরুষ ৫৬.৪৭%, মহিলা ৫৫.৬৩%। বিশ্ববিদ্যালয় ১, মেডিকেল কলেজ ১, আইন কলেজ ৩, টিচার ট্রেনিং কলেজ ৪, কলেজ ৮০, পলিটেকনিক ইন্সটিটিউট ৩, নার্সিং ইনস্টিটিউট ১, মাধ্যমিক বিদ্যালয় ১০৫১, প্রাথমিক বিদ্যালয় ৪৫৬৫, মাদ্রাসা ১৭১৬। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২০০১), শেরে-বাংলা মেডিকেল কলেজ (১৯৬৯), বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট (১৯৬২), বরিশাল নাসিং ইনস্টিটিউট, বি.এম কলেজ (১৮৮৪), বরিশাল ক্যাডেট কলেজ (১৯৮১)।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫৪.৭২%, অকৃষি শ্রমিক ৪.৯৭%, শিল্প ০.৭৪%, ব্যবসা ১৫.৪২%, পরিবহণ ও যোগাযোগ ২.৩৫%, চাকরি ৬.৬৬%, নির্মাণ ৪.৮৫%, ধর্মীয় সেবা ০.৫১%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ১% এবং অন্যান্য ৮.৭৮%।
স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ১৭, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪৫, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২০৩, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ১৬৫, ডায়াবেটিক হাসপাতাল ১, ক্লিনিক ১৫০, উপস্বাস্থ্য কেন্দ্র ৮৫। [রাজীব মন্ডল]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বরিশাল বিভাগের জেলা ও উপজেলাসমূহের সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।