ধামরাই উপজেলা

Banglapedia admin (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৩৯, ১ অক্টোবর ২০২৩ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ধামরাই উপজেলা (ঢাকা জেলা)  আয়তন: ৩০৭.৪১ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৯´ থেকে ২৪°০৩´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০১´ থেকে ৯০°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মির্জাপুর ও কালিয়াকৈর উপজেলা, দক্ষিণে সিঙ্গাইর ও মানিকগজ্ঞ সদর উপজেলা, পূর্বে সাভার উপজেলা, পশ্চিমে সাটুরিয়া ও নাগরপুর উপজেলা।

জনসংখ্যা ৪১২৪১৮; পুরুষ ২০৭০৭৮, মহিলা ২০৫৩৪০। মুসলিম ৩৬৮৭৭২, হিন্দু ৪৩৩৮১, বৌদ্ধ ২১৮, খ্রিস্টান ৪২ এবং অন্যান্য ৫।

জলাশয় বংশী, ধলেশ্বরী, গাজীখালী নদী উল্লেখযোগ্য।

প্রশাসন ধামরাই থানা গঠিত হয় ১৯১৪ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৫ সালে।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব(প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১৬ ২৯০ ৩৯৮ ৬০৮০২ ৩৫১৬১৬ ১৩৪২ ৬৪.৩১ (২০০১) ৪৮.৩
পৌরসভা
আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
- ৪৪ ৫৬৭৭৭ - ৬৬.৭
উপজেলা শহর
আয়তন (বর্গ কিমি) মৌজা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
৮.০৮ (২০০১) ৪০২৫ ৫৩৭৯ (২০০১) ৪১.৮
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
আমতা ১০ ৩২৮১ ৭৪০৩ ৭৯৯১ ৪৪.০
কুল্লা ৫৩ ৮৪৯১ ১৭৩৪৩ ১৬৯৭৫ ৪৬.২
কুশুড়া ৫৯ ৬১০২ ১২৮১৪ ১২৮৮১ ৫০.১
গাংগুটিয়া ৪১ ৩৬২৯ ১২২২০ ১১৩৩৪ ৪৪.৩
চৌহাট ২৯ ৪৮৭১ ১১২১৪ ১১৬২৩ ৪৯.৫
ধামরাই ৩৫ ১৫১২ ৬৬৩০ ৬৬০২ ৫৪.৫
নান্নার ৬৫ ৪০৮০ ৯৫৮৩ ৯৪১১ ৪৯.৩
বাইশকান্দা ১১ ৪৫১৪ ৭৮২৮ ৮৪১১ ৬২.৫
বালিয়া ১৭ ৩৭৫৭ ১০৫১৭ ১০৯৭৭ ৪২.২
ভাড়ারিয়া ২৩ ৩৮১৯ ১১১৮০ ১১১৪৪ ৫৪.৭
যাদবপুর ৪৭ ৪৭৫৩ ৮৪৫৩ ৯২২২ ৫৭.৮
রোয়াইল ৭১ ৫৩৪৬ ১১৫৪৬ ১১৫৮২ ৩৫.৯
সানোড়া ৭৭ ৪৩৭১ ১০৪৪৮ ১০৪৮৭ ৪৮.৫
সূতিপাড়া ৯৪ ৫৮০৯ ১৬৬৩৫ ১৫৩৩৭ ৪৯.৫
সুয়াপুর ৮৮ ৩৫৯৬ ৮৩৪৩ ৮৯০২ ৪৬.১
সোমবাগ ৮৩ ৫৪৬৪ ১৫৯৩৫ ১৪৬৭০ ৪৫.৫

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ অশোকস্তম্ভ ও মোকাম টোলা।

মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে ধামরাই বাজার থেকে পাকবাহিনী ১৪ জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে কালামপুর বাজারের কাছে নির্মমভাবে হত্যা করে। উপজেলার রোয়াইন বাজারে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এছাড়া আছমিপুরেও মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর উপর আক্রমণ চালায়। উপজেলার কালামপুর বাজারের পশ্চিম পার্শ্বে ১টি গণকবরের সন্ধান পাওয়া গেছে।

বিস্তারিত দেখুন ধামরাই উপজেলা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা ২০২০, খণ্ড ৫।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৪১০, মন্দির ১৩২, গির্জা ১, প্যাগোডা ১, মাযার ৬।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫০.৮%; পুরুষ ৫৫.১%, মহিলা ৪৬.৫%। কলেজ ৬, মাধ্যমিক বিদ্যালয় ৪৫, প্রাথমিক বিদ্যালয় ১৪৯, প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয় ২, কমিউনিটি বিদ্যালয় ৮, এনজিও স্কুল ১০৯, কিন্ডার গার্টেন ১৬, মাদ্রাসা ৩। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: ধামরাই কলেজ, হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় (১৯১৪), রোয়াইল প্রাথমিক বিদ্যালয় (১৮৮৭), পাঠান টুলা প্রাথমিক বিদ্যালয় (১৮৮৮)।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, ক্লাব ৪, সিনেমা হল ৩, খেলার মাঠ ১৮, মহিলা সংগঠন ২০, সাংস্কৃতিক সংগঠন ৪, ক্রীড়া সংগঠন ২, ডাকবাংলো ৩।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস  কৃষি ৫৫.৪৭%, অকৃষি শ্রমিক ২.৯২%, শিল্প ২.২১%, ব্যবসা ১২.৭৪%, পরিবহণ ও যোগাযোগ ৩.০১%, চাকরি ১১.৩৯%, নির্মাণ ১.৬৭%, ধর্মীয় সেবা ০.২২%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২.৫৫% এবং অন্যান্য ৭.৮২%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৩.০৮%, ভূমিহীন ৩৬.৯২%। শহরে ৩৭.৬৫% এবং গ্রামে ৬৬.৭৬% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, পাট, ভুট্টা, সরিষা, আলু, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি খেসারি, কাউন, চিনা, ছোলা।

প্রধান ফল-ফলাদি  আম, কাঁঠাল, নারকেল, পেয়ারা।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার গবাদিপশু ৫৯৮,  হাঁস-মুরগি ১৯৫, হ্যাচারি ১।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ২৩৭ কিমি, কাঁচারাস্তা ৪০৯ কিমি; নৌপথ ২০ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন লঞ্চ, পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা সিরামিকশিল্প, পাটশিল্প, জুতাশিল্প, এ্যালুমিনিয়ামশিল্প, ঔষধশিল্প, বস্ত্রশিল্প, বুননশিল্প, ইটভাটা, করাতকল, চালকল, চামড়া কারখানা, হিমাগার, বিসিক শিল্পনগরী।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প।

হাটবাজার ও মেলা হাটবাজার ৩৫, মেলা ৫। ধামরাই বাজার, শ্রীরামপুর বাজার, কালামপুর বাজার, ইসলামপুর বাজার ও কুশুরা বাজার এবং জগন্নাথ রথযাত্রার মেলা, ভক্তের মেলা ও পৌষ সংক্রান্তি মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য চাল, পাট, ঔষধ, সিরামিক, শাকসবজি।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৮১.৪% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৮৮.১%, ট্যাপ ৯.৪% এবং অন্যান্য ২.৫%। এ উপজেলার অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৭৯.৬% পরিবার স্বাস্থ্যকর এবং ১৯.২% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১.২% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

প্রাকৃতিক সম্পদ  খনিজ বালি।

স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৩, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১, স্বাস্থ্য উপকেন্দ্র ৭, স্যাটেলাইট ক্লিনিক ১২৪।

এনজিও ব্র্যাক, আশা, প্রশিকা। [মো. ইলিয়াছ উদ্দিন]

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; ধামরাই উপজেলার মাঠ পর্যায়ের প্রতিবেদন ২০১০।