পারকিনসন’স ডিজিজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

("'''পারকিনসন’স ডিজিজ''' (Parkinson's Disease) হলো একটি স্নায়ু বৈকল্য বা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার যা মূলত ডোপামিন-উৎপাদনকারী (ডোপামিনার্জিক) নিউরনগুলিকে আক্রান্ত করে, যা মস্তিষ্কের..." দিয়ে পাতা তৈরি)
 
সম্পাদনা সারাংশ নেই
 
১ নং লাইন: ১ নং লাইন:
'''পারকিনসন’স ডিজিজ''' (Parkinson's Disease)  হলো একটি স্নায়ু বৈকল্য বা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার যা মূলত ডোপামিন-উৎপাদনকারী  (ডোপামিনার্জিক) নিউরনগুলিকে আক্রান্ত করে, যা মস্তিষ্কের একটি নির্দিষ্ট এলাকায় সাবস্ট্যান্টিয়া নিগ্রা (substantia nigra) নামে পরিচিত। যখন নিউরনগুলি মারা যায় বা সংবেদনহীন হয়ে যায়, তখন তারা কম ডোপামিন তৈরি করে, যা পারকিনসন”স ডিজিজে আক্রান্ত রোগীদের নড়া চড়ার সমস্যা সৃষ্টি করে। বিজ্ঞানীরা এখনও যে কোষগুলি ডোপামিন তৈরি করে তাদের মৃত্যুর কারণ জানেন না। পারকিনসন’স ডিজিজে আক্রান্ত ব্যক্তিদের অনেক মস্তিষ্কের কোষে লেউই বস্তু (Lewy bodies) থাকে, যা আলফা-সিনুক্লিন (alpha-synuclein) প্রোটিনের অস্বাভাবিক দলা। বিজ্ঞানীরা আলফা-সিনুক্লিনের স্বাভাবিক এবং অস্বাভাবিক কাজগুলি এবং জিনগত পরিবর্তনের (জেনেটিক মিউটেশন) সাথে এর সম্পর্ক আরও ভালভাবে বোঝার চেষ্টা করছেন, যা পারকিনসন’স ডিজিজ এবং লেউই বডি ডিমেনশিয়াকে প্রভাবিত করে। অনেক গবেষক এখন বিশ্বাস করেন যে পারকিনসন’স ডিজিজ জিনগত কারণ এবং পরিবেশগত কারণগুলির সংমিশ্রণ থেকে উদ্ভূত হয় যেমন টক্সিনের বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে। যদিও পারকিনসন’স ডিজিজের কারণ কিছু ক্ষেত্রে বংশগত বলে মনে হয়, এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট জেনেটিক মিউটেশন কারণ হিসেবে চিহ্নিত করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে, রোগটি অজ্ঞাত এলোমেলো কারণে ঘটে এবং প্রজন্ম থেকে প্রজন্মে রোগটি সঞ্চারিত হয় বলে মনে হয় না। পারকিনসন’স ডিজিজের চারটি প্রাথমিক উপসর্গ রয়েছে: (১) হাত, বাহু, পা, চোয়াল বা মাথায় কাঁপুনি (কম্পন); (২) বিভিন্নঅঙ্গ, কাঁধ ও দেহের কঠোরতা; (৩) চলাফেরার মন্থরতা; এবং (৪) ভারসাম্যে প্রতিবন্ধকতা এবং সমন্বয়ের অভাব, যার কারণে কোনো ব্যক্তি হঠাৎ পড়ে যেতে পারেন। যদিও পারকিনসন’স ডিজিজের কোনো নিরাময় নেই, ওষুধ, অস্ত্রোপচার এবং অন্যান্য থেরাপি কিছু উপসর্গ থেকে মুক্তি দিতে পারে। পারকিনসন’স ডিজিজের প্রাথমিক থেরাপি হল লেভোডোপা, যাকে এল-ডোপাও (L-dopa) বলা হয়। স্নায়ু কোষগুলি লেভোডোপা ব্যবহার করে ডোপামিন তৈরি করে যা মস্তিষ্কের হ্রাসপ্রাপ্ত সরবরাহ পূরণ করে। সাধারণত, কার্বিডোপা (Carbidopa) নামক আরেকটি ওষুধের সাথে লেভোডোপা গ্রহণ করা হয়। কার্বিডোপা, লেভোডোপা থেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করে বা কমায়Ñ যেমন বমি বমি ভাব, বমি করা, নিম্ন রক্তচাপ এবং অস্থিরতা এবং রোগের উপসর্গগুলি সারানোর জন্য প্রয়োজনীয় লেভোডোপার পরিমাণ কমায়। পারকিনসন’স রোগে আক্রান্ত ব্যক্তিরা যারা ওষুধের প্রতি ভালোভাবে সাড়া দেয় না, গভীর মস্তিষ্কের উদ্দীপনা (deep brain stimulation-DBS), নামক একটি অস্ত্রোপচার পদ্ধতি তাদের জন্য উপযুক্ত হতে পারে যা পারকিনসন’স ডিজিজের চলাফেরা সম্পর্কিত অনেক উপসর্গ যেমন কম্পন, নড়াচড়ার ধীরতা এবং অনমনীয়তা বন্ধ করতে সাহায্য করে।  [মাহমুদ হোসেন]
'''পারকিনসন’স ডিজিজ''' (Parkinson’s Disease)  হলো একটি স্নায়ু বৈকল্য বা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার যা মূলত ডোপামিন-উৎপাদনকারী  (ডোপামিনার্জিক) নিউরনগুলিকে আক্রান্ত করে, যা মস্তিষ্কের একটি নির্দিষ্ট এলাকায় সাবস্ট্যান্টিয়া নিগ্রা (substantia nigra) নামে পরিচিত। যখন নিউরনগুলি মারা যায় বা সংবেদনহীন হয়ে যায়, তখন তারা কম ডোপামিন তৈরি করে, যা পারকিনসন”স ডিজিজে আক্রান্ত রোগীদের নড়া চড়ার সমস্যা সৃষ্টি করে। বিজ্ঞানীরা এখনও যে কোষগুলি ডোপামিন তৈরি করে তাদের মৃত্যুর কারণ জানেন না। পারকিনসন’স ডিজিজে আক্রান্ত ব্যক্তিদের অনেক মস্তিষ্কের কোষে লেউই বস্তু (Lewy bodies) থাকে, যা আলফা-সিনুক্লিন (alpha-synuclein) প্রোটিনের অস্বাভাবিক দলা। বিজ্ঞানীরা আলফা-সিনুক্লিনের স্বাভাবিক এবং অস্বাভাবিক কাজগুলি এবং জিনগত পরিবর্তনের (জেনেটিক মিউটেশন) সাথে এর সম্পর্ক আরও ভালভাবে বোঝার চেষ্টা করছেন, যা পারকিনসন’স ডিজিজ এবং লেউই বডি ডিমেনশিয়াকে প্রভাবিত করে। অনেক গবেষক এখন বিশ্বাস করেন যে পারকিনসন’স ডিজিজ জিনগত কারণ এবং পরিবেশগত কারণগুলির সংমিশ্রণ থেকে উদ্ভূত হয় যেমন টক্সিনের বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে। যদিও পারকিনসন’স ডিজিজের কারণ কিছু ক্ষেত্রে বংশগত বলে মনে হয়, এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট জেনেটিক মিউটেশন কারণ হিসেবে চিহ্নিত করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে, রোগটি অজ্ঞাত এলোমেলো কারণে ঘটে এবং প্রজন্ম থেকে প্রজন্মে রোগটি সঞ্চারিত হয় বলে মনে হয় না। পারকিনসন’স ডিজিজের চারটি প্রাথমিক উপসর্গ রয়েছে: (১) হাত, বাহু, পা, চোয়াল বা মাথায় কাঁপুনি (কম্পন); (২) বিভিন্নঅঙ্গ, কাঁধ ও দেহের কঠোরতা; (৩) চলাফেরার মন্থরতা; এবং (৪) ভারসাম্যে প্রতিবন্ধকতা এবং সমন্বয়ের অভাব, যার কারণে কোনো ব্যক্তি হঠাৎ পড়ে যেতে পারেন। যদিও পারকিনসন’স ডিজিজের কোনো নিরাময় নেই, ওষুধ, অস্ত্রোপচার এবং অন্যান্য থেরাপি কিছু উপসর্গ থেকে মুক্তি দিতে পারে। পারকিনসন’স ডিজিজের প্রাথমিক থেরাপি হল লেভোডোপা, যাকে এল-ডোপাও (L-dopa) বলা হয়। স্নায়ু কোষগুলি লেভোডোপা ব্যবহার করে ডোপামিন তৈরি করে যা মস্তিষ্কের হ্রাসপ্রাপ্ত সরবরাহ পূরণ করে। সাধারণত, কার্বিডোপা (Carbidopa) নামক আরেকটি ওষুধের সাথে লেভোডোপা গ্রহণ করা হয়। কার্বিডোপা, লেভোডোপা থেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করে বা কমায়Ñ যেমন বমি বমি ভাব, বমি করা, নিম্ন রক্তচাপ এবং অস্থিরতা এবং রোগের উপসর্গগুলি সারানোর জন্য প্রয়োজনীয় লেভোডোপার পরিমাণ কমায়। পারকিনসন’স রোগে আক্রান্ত ব্যক্তিরা যারা ওষুধের প্রতি ভালোভাবে সাড়া দেয় না, গভীর মস্তিষ্কের উদ্দীপনা (deep brain stimulation-DBS), নামক একটি অস্ত্রোপচার পদ্ধতি তাদের জন্য উপযুক্ত হতে পারে যা পারকিনসন’স ডিজিজের চলাফেরা সম্পর্কিত অনেক উপসর্গ যেমন কম্পন, নড়াচড়ার ধীরতা এবং অনমনীয়তা বন্ধ করতে সাহায্য করে।  [মাহমুদ হোসেন]


[[en:Parkinson's Disease]]
[[en:Parkinson’s Disease]]

০৯:৩১, ২৯ অক্টোবর ২০২৩ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

পারকিনসন’স ডিজিজ (Parkinson’s Disease) হলো একটি স্নায়ু বৈকল্য বা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার যা মূলত ডোপামিন-উৎপাদনকারী (ডোপামিনার্জিক) নিউরনগুলিকে আক্রান্ত করে, যা মস্তিষ্কের একটি নির্দিষ্ট এলাকায় সাবস্ট্যান্টিয়া নিগ্রা (substantia nigra) নামে পরিচিত। যখন নিউরনগুলি মারা যায় বা সংবেদনহীন হয়ে যায়, তখন তারা কম ডোপামিন তৈরি করে, যা পারকিনসন”স ডিজিজে আক্রান্ত রোগীদের নড়া চড়ার সমস্যা সৃষ্টি করে। বিজ্ঞানীরা এখনও যে কোষগুলি ডোপামিন তৈরি করে তাদের মৃত্যুর কারণ জানেন না। পারকিনসন’স ডিজিজে আক্রান্ত ব্যক্তিদের অনেক মস্তিষ্কের কোষে লেউই বস্তু (Lewy bodies) থাকে, যা আলফা-সিনুক্লিন (alpha-synuclein) প্রোটিনের অস্বাভাবিক দলা। বিজ্ঞানীরা আলফা-সিনুক্লিনের স্বাভাবিক এবং অস্বাভাবিক কাজগুলি এবং জিনগত পরিবর্তনের (জেনেটিক মিউটেশন) সাথে এর সম্পর্ক আরও ভালভাবে বোঝার চেষ্টা করছেন, যা পারকিনসন’স ডিজিজ এবং লেউই বডি ডিমেনশিয়াকে প্রভাবিত করে। অনেক গবেষক এখন বিশ্বাস করেন যে পারকিনসন’স ডিজিজ জিনগত কারণ এবং পরিবেশগত কারণগুলির সংমিশ্রণ থেকে উদ্ভূত হয় যেমন টক্সিনের বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে। যদিও পারকিনসন’স ডিজিজের কারণ কিছু ক্ষেত্রে বংশগত বলে মনে হয়, এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট জেনেটিক মিউটেশন কারণ হিসেবে চিহ্নিত করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে, রোগটি অজ্ঞাত এলোমেলো কারণে ঘটে এবং প্রজন্ম থেকে প্রজন্মে রোগটি সঞ্চারিত হয় বলে মনে হয় না। পারকিনসন’স ডিজিজের চারটি প্রাথমিক উপসর্গ রয়েছে: (১) হাত, বাহু, পা, চোয়াল বা মাথায় কাঁপুনি (কম্পন); (২) বিভিন্নঅঙ্গ, কাঁধ ও দেহের কঠোরতা; (৩) চলাফেরার মন্থরতা; এবং (৪) ভারসাম্যে প্রতিবন্ধকতা এবং সমন্বয়ের অভাব, যার কারণে কোনো ব্যক্তি হঠাৎ পড়ে যেতে পারেন। যদিও পারকিনসন’স ডিজিজের কোনো নিরাময় নেই, ওষুধ, অস্ত্রোপচার এবং অন্যান্য থেরাপি কিছু উপসর্গ থেকে মুক্তি দিতে পারে। পারকিনসন’স ডিজিজের প্রাথমিক থেরাপি হল লেভোডোপা, যাকে এল-ডোপাও (L-dopa) বলা হয়। স্নায়ু কোষগুলি লেভোডোপা ব্যবহার করে ডোপামিন তৈরি করে যা মস্তিষ্কের হ্রাসপ্রাপ্ত সরবরাহ পূরণ করে। সাধারণত, কার্বিডোপা (Carbidopa) নামক আরেকটি ওষুধের সাথে লেভোডোপা গ্রহণ করা হয়। কার্বিডোপা, লেভোডোপা থেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করে বা কমায়Ñ যেমন বমি বমি ভাব, বমি করা, নিম্ন রক্তচাপ এবং অস্থিরতা এবং রোগের উপসর্গগুলি সারানোর জন্য প্রয়োজনীয় লেভোডোপার পরিমাণ কমায়। পারকিনসন’স রোগে আক্রান্ত ব্যক্তিরা যারা ওষুধের প্রতি ভালোভাবে সাড়া দেয় না, গভীর মস্তিষ্কের উদ্দীপনা (deep brain stimulation-DBS), নামক একটি অস্ত্রোপচার পদ্ধতি তাদের জন্য উপযুক্ত হতে পারে যা পারকিনসন’স ডিজিজের চলাফেরা সম্পর্কিত অনেক উপসর্গ যেমন কম্পন, নড়াচড়ার ধীরতা এবং অনমনীয়তা বন্ধ করতে সাহায্য করে। [মাহমুদ হোসেন]