ইনহেলার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

("'''ইনহেলার''' (Inhelar) এটি পাফার নামেও পরিচিত। এটি একটি চিকিৎসা য..." দিয়ে পাতা তৈরি)
 
সম্পাদনা সারাংশ নেই
 
৭ নং লাইন: ৭ নং লাইন:
অন্যান্য ইনহেলারের প্রকারের মধ্যে আছে ড্রাই পাউডার ইনহেলার, সফটমিস্ট ইনহেলার ইত্যাদি। প্রতিটি ডিভাইসের নির্দিষ্ট সুবিধা এবং অসুবিধা রয়েছে। রোগীর চাহিদা, বয়স, ফুসফুসের কার্যকারিতা ইত্যাদি বিবেচনায় রেখে ইনহেলার নির্বাচন করা হয়ে থাকে।  [মামুন রশিদ চৌধুরী]
অন্যান্য ইনহেলারের প্রকারের মধ্যে আছে ড্রাই পাউডার ইনহেলার, সফটমিস্ট ইনহেলার ইত্যাদি। প্রতিটি ডিভাইসের নির্দিষ্ট সুবিধা এবং অসুবিধা রয়েছে। রোগীর চাহিদা, বয়স, ফুসফুসের কার্যকারিতা ইত্যাদি বিবেচনায় রেখে ইনহেলার নির্বাচন করা হয়ে থাকে।  [মামুন রশিদ চৌধুরী]


[[en: Inhelar]]
[[en:Inhaler]]

১৫:০৭, ১৪ অক্টোবর ২০২৩ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

ইনহেলার (Inhelar) এটি পাফার নামেও পরিচিত। এটি একটি চিকিৎসা যন্ত্র যা একজন ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ফুসফুসে পৌঁছে দিতে সাহায্য করে। বিশেষ কিছু রোগের চিকিৎসার জন্য এই যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। যেমন, হাঁপানি এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের সংক্রমণ জনিত রোগ (সিওপিডি)। মৌখিকভাবে ওষুধ গ্রহণের ক্ষেত্রে শোষণ প্রক্রিয়া ধীর গতির হয়। এই অসুবিধা দূর করে তাৎক্ষণিক চিকিৎসার পদক্ষেপ হিসেবে ইনহেলার ব্যবহৃত হয়। ইনহেলার দ্বারা গৃহীত ওষুধ, যেমন- salmeterol, corticosteroids ইত্যাদি ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধিতে খুব দ্রুত কাজ করে।

সবচেয়ে সাধারণ প্রকৃতির ও বহুল ব্যবহৃত ইনহেলার হলো প্রেসারাইজড মিটারড-ডোজ ইনহেলার (MDI) যা একটি ধাতব ক্যানিস্টার, প্লাস্টিক অ্যাকচুয়েটর এবং একটি মিটারিং ভালভ এর সমন্বয়ে গঠিত। নির্দিষ্ট ওষুধ ইনহেলারের ভেতর সাধারণত একটি চাপযুক্ত ক্যানিস্টারে দ্রবণ হিসেবে সংরক্ষণ করা হয়। MDI ক্যানিস্টার একটি প্লাস্টিকের তৈরি হাতে চালিত অ্যাকচুয়েটরের সাথে সংযুক্ত থাকে। প্রয়োগের সময়, ক্যাপ খুলে প্রথমে ইনহেলার ঝাঁকিয়ে, তারপর অ্যাকচুয়েটরের মাধ্যমে রোগীর ফুসফুসে স্প্রে আকারে ওষুধের একটি নির্দিষ্ট ডোজ দেওয়া হয়। এ সময় রোগী মিটার-ডোজ ইনহেলার চেপে রেখে ৫-১০ সেকেন্ডের জন্য শ্বাস গ্রহণ করবে, যা ওষুধের সম্পূর্ণ প্রবেশ নিশ্চিত করে।

নেবুলাইজার হলো ইনহেলারের আরেকটি প্রকার। এক্ষেত্রে একটি মাউথ পিস বা ফেসমাস্কের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হয়। একাধিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তুলনামূলক দীর্ঘ সময়ের মধ্যে ক্রমাগত ওষুধ সরবরাহ করতে ব্যবহার করা হয়ে থাকে। এটি রোগীর স্বাভাবিক শ্বাস এবং ওষুধ গ্রহণে সহায়ক। নেবুলাইজার সাধারণত এমন লোকেদের জন্য ব্যবহার করা হয় যারা ইনহেলার ব্যবহার করতে পারেন না, যেমনÑ শিশু, অসুস্থ ব্যক্তি বা যাদের অধিক পরিমাণে ওষুধ প্রয়োগের প্রয়োজন হয়।

অন্যান্য ইনহেলারের প্রকারের মধ্যে আছে ড্রাই পাউডার ইনহেলার, সফটমিস্ট ইনহেলার ইত্যাদি। প্রতিটি ডিভাইসের নির্দিষ্ট সুবিধা এবং অসুবিধা রয়েছে। রোগীর চাহিদা, বয়স, ফুসফুসের কার্যকারিতা ইত্যাদি বিবেচনায় রেখে ইনহেলার নির্বাচন করা হয়ে থাকে। [মামুন রশিদ চৌধুরী]