খালিয়াজুরী উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
সম্পাদনা সারাংশ নেই |
সম্পাদনা সারাংশ নেই |
||
১২ নং লাইন: | ১২ নং লাইন: | ||
| colspan="9" | উপজেলা | | colspan="9" | উপজেলা | ||
|- | |- | ||
| rowspan="2" | পৌরসভা || rowspan="2" | ইউনিয়ন || rowspan="2" | মৌজা || rowspan="2" | গ্রাম || colspan="2" | জনসংখ্যা || rowspan="2" | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) || colspan="2" | শিক্ষার হার (%) | |||
|- | |- | ||
| শহর || গ্রাম || শহর || গ্রাম | | শহর || গ্রাম || শহর || গ্রাম |
০৯:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
খালিয়াজুরী উপজেলা (নেত্রকোনা জেলা) আয়তন: ২৮৬.৮৮ বর্গ কিমি। অবস্থান: ২৪°৩৬´ থেকে ২৪°৫০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০০´ থেকে ৯০°১৬´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মোহনগঞ্জ ও জামালগঞ্জ উপজেলা, দক্ষিণে ইটনা উপজেলা, পূর্বে সাল্লা উপজেলা, পশ্চিমে মদন উপজেলা।
জনসংখ্যা ৯৩১৭০; পুরুষ ৪৮৮৩৬, মহিলা ৪৪৩৩৪। মুসলিম ৫৬৪২৭, হিন্দু ৩৬৫৪৬, বৌদ্ধ ৩৫ এবং অন্যান্য ১৬২।
জলাশয় ধনু, পিয়াইন, সুরমা ও চিনাই নদী এবং রাহুল বিল, রুসকি বিল, পাগলা বিল, কেউরিয়া বিল ও ধ্বরাজ বিল উল্লেখযোগ্য।
প্রশাসন খালিয়াজুরী থানা গঠিত হয় ১৯০৬ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
উপজেলা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
- | ৬ | ৬৯ | ৬৬ | ৬২০৫ | ৮৬৯৬৫ | ৩২৫ | ৩০.৬ | ৩৫.০ |
উপজেলা শহর | ||||||||
আয়তন (বর্গ কিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||||
১৮.২১ | ১ | ৬২০৫ | ৩৪১ | ৩০.৬ |
ইউনিয়ন | ||||||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |||||
পুরুষ | মহিলা | |||||||
কৃষ্ণপুর ৫৪ | ৬৩৯৫ | ৭২৮৯ | ৬৬৪২ | ৩১.৭৩ | ||||
খালিয়াজুরী ৪০ | ১০৯৩৬ | ৭৩৬৪ | ৬৫৬২ | ৩৩.৫৬ | ||||
চকুয়া ১৩ | ১৮৮৩৪ | ১০৭০০ | ৯৫২২ | ৩৩.৪০ | ||||
গাজীপুর | ১১৮৩৬ | ৫৮১০ | ৫০৩৮ | ৩২.৫৭ | ||||
নগর ৮১ | ৯৪১৮ | ৫০৯৯ | ৪৮৩৮ | ৪৬.৫৯ | ||||
মেন্দিপুর ৬৭ | ১৪৩০২ | ১২৫৭৪ | ১১৭৩২ | ৩২.১২ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৪০, মন্দির ১৭, মাযার ৫।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩২.৮%; পুরুষ ৩৬.১%, মহিলা ২৯.৫%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: শালদিঘা জিজি উচ্চ বিদ্যালয় (১৯৫৪), খালিয়াজুরী উচ্চ বিদ্যালয় (১৯৬৭), কুতুবপুর উচ্চ বিদ্যালয় (১৯৬৪)।
পত্র-পত্রিকা ও সাময়িকী সাহিত্য পত্রিকা ’ধনু’ (অবলূপ্ত)।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, ক্লাব ১২, মহিলা সমিতি ৯২, খেলার মাঠ ৫।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৮০.৫৯%, অকৃষি শ্রমিক ৩.৭৯%, শিল্প ০.১৯%, ব্যবসা ৬.১৬%, পরিবহণ ও যোগাযোগ ০.১৩%, চাকরি ২.১৮%, নির্মাণ ০.৩৫%, ধর্মীয় সেবা ০.২০%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.০৯% এবং অন্যান্য ৬.৩২%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৮.৫৫%, ভূমিহীন ৪১.৪৫%। শহরে ৫১.৪১% এবং গ্রামে ৫৯.১৯% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসল তিল, তিসি, সরিষা, কাউন, আমন ধান।
প্রধান ফল-ফলাদিব আম, কাঁঠাল, নারিকেল, কলা, পেঁপে।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এ উপজেলায় মৎস্য ও হাঁস-মুরগির খামার রয়েছে।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৩ কিমি, কাঁচারাস্তা ৩০০ কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, সূচিশিল্প, বাঁশের কাজ, কাঠের কাজ প্রভৃতি।
হাটবাজার ও মেলা হাটবাজার ৭। লেপশিয়া বাজার, খালিয়াজুরী বাজার, কৃষ্ণপুর বাজার, ত্রিমোহনী বাজার এবং চৈত্র সংক্রান্তির মেলা (বরান্তর গ্রাম) উল্লেখযোগ্য।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৩০.০১% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৯০.১২%, ট্যাপ ০.৫৮%, পুকুর ৪.২৯% এবং অন্যান্য ৫.০১%। এ উপজেলার অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ২৩.১৯% (গ্রামে ২০.৮৬% ও শহরে ৪৯.০৫%) পরিবার স্বাস্থ্যকর এবং ৬৪.২৯% (গ্রামে ৬৬.৫৭% ও শহরে ৩৯.০৭%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১২.৫২% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পল্লী উপ-স্বাস্থ্যকেন্দ্র ১, পরিবার কল্যাণ কেন্দ্র ১, ডিসপেনসারি ১, হাসপাতাল ১।
প্রাকৃতিক দুর্যোগ ১৯৮৮ ও ১৯৯৬ সালের বন্যায় এ উপজেলার গবাদিপশু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।
এনজিও প্রশিকা, খালিয়াজুরী ফাউন্ডেশন, কনসার্ন বাংলাদেশ, খালিয়াজুরী পল্লী উন্নয়ন ফেডারেশন। [জীবন কুমার চন্দ]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; খালিয়াজুরী উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।