ফরিদগঞ্জ উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
সম্পাদনা সারাংশ নেই |
সম্পাদনা সারাংশ নেই |
||
৮১ নং লাইন: | ৮১ নং লাইন: | ||
''সূত্র'' আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। | ''সূত্র'' আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। | ||
[[Image:FaridganjUpazila.jpg|thumb|400px|right] | [[Image:FaridganjUpazila.jpg|thumb|400px|right]] | ||
''প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ'' সাহেবগঞ্জের নীলকুঠি, লোহাগড়া মঠ, রূপসা জমিদার বাড়ি, রূপসা মসজিদ। | ''প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ'' সাহেবগঞ্জের নীলকুঠি, লোহাগড়া মঠ, রূপসা জমিদার বাড়ি, রূপসা মসজিদ। | ||
০৫:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
ফরিদগঞ্জ উপজেলা (চাঁদপুর জেলা) আয়তন: ২৩১.৫৪ বর্গ কিমি। অবস্থান: ২৩°০৩´ থেকে ২৩°১৪´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪১´ থেকে ৯০°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলা, দক্ষিণে রায়পুর উপজেলা, পূর্বে রামগঞ্জ উপজেলা, পশ্চিমে হাইমচর ও চাঁদপুর সদর উপজেলা।
জনসংখ্যা ৩৭৪৭৬০; পুরুষ ১৮২১২৪, মহিলা ১৯২৬৩৬। মুসলিম ৩৫৬৪৮০, হিন্দু ১৮১৬৪, বৌদ্ধ ৬৬ এবং অন্যান্য ৫০।
জলাশয় ডাকাতিয়া নদী ও গোপ্তির বিল উল্লেখযোগ্য।
প্রশাসন ফরিদগঞ্জ থানা গঠিত হয় ৭ অক্টোবর ১৯১৮ সালে। বর্তমানে এটি উপজেলা।
উপজেলা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
১ | ১৫ | ১৭৮ | ১৭৫ | ৬৮২৪ | ৩৬৭৯৩৬ | ১৬১৯ | ৬২.৪৬ | ৫৩.৬৪ |
উপজেলা শহর | ||||||||
আয়তন (বর্গ কিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||||
২.৪৭ | ১ | ৬৮২৪ | ২৭৬৩ | ৬২.৪৬ |
ইউনিয়ন | ||||||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |||||
পুরুষ | মহিলা | |||||||
উত্তর গোবিন্দপুর ৪১ | ৩৮২৮ | ১৩৮৪৬ | ১৪৩১০ | ৪৮.৩১ | ||||
উত্তর পাইকপাড়া ৬৫ | ৩৯৩৩ | ১১৩৩৯ | ১২৩৬৯ | ৫৭.২৩ | ||||
উত্তর রূপসা ৭৭ | ৪০০৪ | ১৩২৭১ | ১৩৯৬১ | ৫২.৪২ | ||||
দক্ষিণ গোবিন্দপুর ৪৭ | ২৮৯৪ | ১২২৪৬ | ১২৭৫২ | ৪৮.১৩ | ||||
দক্ষিণ পাইকপাড়া ৭১ | ৩১১৫ | ১০৮১৪ | ১১৭৮৫ | ৫৬.৮১ | ||||
দক্ষিণ ফরিদগঞ্জ ৩৫ | ৩৯৮৬ | ১০৩৩৫ | ১১১৩৩ | ৪৯.০৯ | ||||
দক্ষিণ রূপসা ৮৩ | ২৮৫৮ | ৯৪৬২ | ১০৩৭৮ | ৫৬.২৪ | ||||
পশ্চিম গুপ্তি ৫৯ | ২৬৬৯ | ৯৫৮৬ | ১০৩৮৫ | ৫৯.০১ | ||||
পূর্ব গুপ্তি ৫৩ | ৩৫৭১ | ১০০৫৫ | ১০৪৪২ | ৫৫.৮৬ | ||||
পশ্চিম চরদুখিয়া ২৩ | ২৭৭৮ | ১১০৮৮ | ১১০৮২ | ৪৭.২৫ | ||||
পূর্ব চরদুখিয়া ১৭ | ৪০৪১ | ১১৮২০ | ১২৬১৫ | ৫০.৫৩ | ||||
পশ্চিম বালুথুবা ১১ | ৪১০৭ | ১১৩২৩ | ১১৮১৯ | ৫৬.৪১ | ||||
পূর্ব বালুথুবা ০৫ | ৩৯৬৯ | ১২২৯২ | ১৩৫৯৩ | ৫৬.৫৩ | ||||
পশ্চিম সুবিদপুর ৯৫ | ৩৫৬০ | ১০৯৯৮ | ১১১৬৮ | ৫৫.৬৩ | ||||
পূর্ব সুবিদপুর ৮৯ | ৩৯৬৫ | ১০৭১৪ | ১১৬৮৪ | ৫৪.৮৭ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ সাহেবগঞ্জের নীলকুঠি, লোহাগড়া মঠ, রূপসা জমিদার বাড়ি, রূপসা মসজিদ।
মুক্তিযুদ্ধের ঘটনাবলি মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর সাথে সংঘটিত বিভিন্ন খন্ডযুদ্ধে এ উপজেলার ৬৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং স্থানীয় অনেক সাধারণ লোককে তারা নির্মমভাবে হত্যা করে। ১৪ ডিসেম্বর ফরিদগঞ্জ শত্রুমুক্ত হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ১; স্মৃতিস্তম্ভ ১।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৫৭৫, মন্দির ১১, গির্জা ১, মঠ ১।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৩.৮%; পুরুষ ৫৪.৭%, মহিলা ৫৩%। কলেজ ৮, মাধ্যমিক বিদ্যালয় ৪৭, প্রাথমিক বিদ্যালয় ২৫২, কমিউনিটি বিদ্যালয় ১৩, মাদ্রাসা ২৩৭। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ (১৯৭০), চান্দ্রা ইমাম আলী কলেজ (১৯৯৪), গল্লাক আদর্শ কলেজ (১৯৯৪), গৃহকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ (১৯৯৫), বড়গাঁও উচ্চ বিদ্যালয় (১৮৯৯), চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় (১৯১৮), গৃহকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় (১৯২৬), পাইকপাড়া ইউ জি উচ্চ বিদ্যালয় (১৯১৩), বাসারা উচ্চ বিদ্যালয় (১৯২৬), রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় (১৯১৩), কাওনিয়া শহীদ হাবিবউল্লা উচ্চ বিদ্যালয় (১৯২৬), হাঁসা ফাজিল মাদ্রাসা (১৯০২)।
পত্র-পত্রিকা ও সাময়িকী ফরিদগঞ্জ বার্তা, পল্লী কাহিনী।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ৪, ক্লাব ৪৮, সিনেমা হল ১, মহিলা সংগঠন ১।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪২.৯০%, অকৃষি শ্রমিক ২.৬৪%, শিল্প ০.৮৬%, ব্যবসা ১৫.২৪%, পরিবহণ ও যোগাযোগ ২.৬৩%, চাকরি ১৩.৮০%, নির্মাণ ৩.৫০%, ধর্মীয় সেবা ০.৪৩%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৫.৩৯% অন্যান্য ১২.৬১%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬০.৭৮%, ভূমিহীন ৩৯.২২%। শহরে ৩৩.৬৩% এবং গ্রামে ৬১.৩০% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, গম, আলু, আখ, পান।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, তিসি, কাউন, সরিষা, খেসারি ডাল।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, নারিকেল, কলা, সুপারি।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ১৯, গবাদিপশু ৭১, হাঁস-মুরগি ১৩৪।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১২৫ কিমি, আধা-পাকারাস্তা ৪০ কিমি, কাঁচারাস্তা ৩২৫ কিমি; নৌপথ ১৯ নটিক্যাল মাইল।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।
শিল্প ও কলকারখানা ধানকল, বরফকল, আইসক্রিম ফ্যাক্টরি, ওয়েল্ডিং কারখানা।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, সূচিশিল্প, বাঁশের কাজ।
হাটবাজার ও মেলা হাটবাজার ৪৫, মেলা ৬। রূপসা হাট, গল্লাক হাট, গৃদকালিন্দিয়া হাট, চান্দ্রা হাট এবং বৈশাখী মেলা উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য আখ, পান, আলু।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ২৪.৯৮% (শহরে ৬২.৮৭% এবং গ্রামে ২৪.২৫%) পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৭৭.৪৪%, ট্যাপ ০.৪৫%, পুকুর ১৭.৪৩% এবং অন্যান্য ৪.৬৮%। এ উপজেলার অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৫৩.৫৭% (শহরে ৮১.৮৭% এবং গ্রামে ৫৩.০৩%) পরিবার স্বাস্থ্যকর এবং ৩৪.৫৯% (শহরে ১০.৬০% এবং গ্রামে ৩৫.০৫%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১১.৮৪% (শহরে ৭.৫৩% এবং গ্রামে ১১.৯২%) পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার কল্যাণ কেন্দ্র ১১, উপস্বাস্থ্য কেন্দ্র ১, মাতৃমঙ্গল কেন্দ্র ১।
এনজিও আশা, প্রশিকা, ব্র্যাক, বিআরডিবি, মহিলা উন্নয়ন সংস্থা। [মোসাম্মৎ রহিমা বেগম]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; ফরিদগঞ্জ উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।