ট্রেভেলিয়ন, স্যার চার্লস এডওয়ার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(Added Ennglish article link)
 
সম্পাদনা সারাংশ নেই
 
১ নং লাইন: ১ নং লাইন:
[[Category:Banglapedia]]
[[Category:Banglapedia]]
'''ট্রেভেলিয়ন'''''', ''''''স্যার চার্লস এডওয়ার্ড''' (১৮০৭-১৮৮৬)  উনিশ শতকের বিশ ও তিরিশের দশকের বিখ্যাত অ্যাংলিসিস্ট-ওরিয়েন্টালিস্ট বিতর্কের একজন খ্যাতিমান তার্কিক। হেইলিবরি কলেজে শিক্ষা লাভ করে তিনি রাজস্ব বোর্ডের সচিব হন। কাউন্সিলের আইন বিষয়ক সদস্য [[১০৪৯১৫|টমাস বেবিংটন মেকলে]] স্থানীয় ভাষায় সরকারি আদেশ নির্দেশ জারির বিরোধী ছিলেন এবং এ বিষয়ে চার্লস এডওয়ার্ড ট্রেভেলিয়ন ম্যাকলেকে সমর্থন করেছিলেন। মূলত ট্রেভেলিয়ন ও ম্যাকলে এ বির্তকে অ্যাংলিসিস্ট দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাঁরা তাঁদের মতকে প্রতিষ্ঠিত করেন। নতুন শিক্ষানীতিতে সরকারি অনুদানপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল। সিভিল সার্ভিসের সংস্কার এবং ১৮৫৪ সাল থেকে সরকারি কর্মকর্তা নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রবর্তনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ট্রেভেলিয়ন ১৮৫৯ সালের মার্চ হতে ১৮৬০ সালের জুন পর্যন্ত মাদ্রাজের গভর্নর ছিলেন। তিনি ১৮৬৩ সালে গভর্নর জেনারেল এর কাউন্সিলে অর্থনীতি বিষয়ক সদস্য হন। ১৮৮০ সালে তিনি ভারতীয় ভাষাসমূহকে রোমান হরফে লেখার প্রস্তাব করেছিলেন। কিন্তু তাঁর এ প্রস্তাব ভারত বা ইউরোপের কোনো মহলেরই সমর্থন পায় নি।  [সিরাজুল ইসলাম]
'''ট্রেভেলিয়ন, স্যার চার্লস এডওয়ার্ড''' (১৮০৭-১৮৮৬)  উনিশ শতকের বিশ ও তিরিশের দশকের বিখ্যাত অ্যাংলিসিস্ট-ওরিয়েন্টালিস্ট বিতর্কের একজন খ্যাতিমান তার্কিক। হেইলিবরি কলেজে শিক্ষা লাভ করে তিনি রাজস্ব বোর্ডের সচিব হন। কাউন্সিলের আইন বিষয়ক সদস্য [[মেকলে, টমাস বেবিংটন|টমাস বেবিংটন মেকলে]] স্থানীয় ভাষায় সরকারি আদেশ নির্দেশ জারির বিরোধী ছিলেন এবং এ বিষয়ে চার্লস এডওয়ার্ড ট্রেভেলিয়ন ম্যাকলেকে সমর্থন করেছিলেন। মূলত ট্রেভেলিয়ন ও ম্যাকলে এ বির্তকে অ্যাংলিসিস্ট দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাঁরা তাঁদের মতকে প্রতিষ্ঠিত করেন। নতুন শিক্ষানীতিতে সরকারি অনুদানপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল। সিভিল সার্ভিসের সংস্কার এবং ১৮৫৪ সাল থেকে সরকারি কর্মকর্তা নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রবর্তনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ট্রেভেলিয়ন ১৮৫৯ সালের মার্চ হতে ১৮৬০ সালের জুন পর্যন্ত মাদ্রাজের গভর্নর ছিলেন। তিনি ১৮৬৩ সালে গভর্নর জেনারেল এর কাউন্সিলে অর্থনীতি বিষয়ক সদস্য হন। ১৮৮০ সালে তিনি ভারতীয় ভাষাসমূহকে রোমান হরফে লেখার প্রস্তাব করেছিলেন। কিন্তু তাঁর এ প্রস্তাব ভারত বা ইউরোপের কোনো মহলেরই সমর্থন পায় নি।  [সিরাজুল ইসলাম]
 
<!-- imported from file: ট্রেভেলিয়ন, স্যার চার্লস এডওয়ার্ড.html-->


[[en:Trevelyan, Sir Charles Edward]]
[[en:Trevelyan, Sir Charles Edward]]

১০:০৩, ২২ ডিসেম্বর ২০১৪ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

ট্রেভেলিয়ন, স্যার চার্লস এডওয়ার্ড (১৮০৭-১৮৮৬)  উনিশ শতকের বিশ ও তিরিশের দশকের বিখ্যাত অ্যাংলিসিস্ট-ওরিয়েন্টালিস্ট বিতর্কের একজন খ্যাতিমান তার্কিক। হেইলিবরি কলেজে শিক্ষা লাভ করে তিনি রাজস্ব বোর্ডের সচিব হন। কাউন্সিলের আইন বিষয়ক সদস্য টমাস বেবিংটন মেকলে স্থানীয় ভাষায় সরকারি আদেশ নির্দেশ জারির বিরোধী ছিলেন এবং এ বিষয়ে চার্লস এডওয়ার্ড ট্রেভেলিয়ন ম্যাকলেকে সমর্থন করেছিলেন। মূলত ট্রেভেলিয়ন ও ম্যাকলে এ বির্তকে অ্যাংলিসিস্ট দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাঁরা তাঁদের মতকে প্রতিষ্ঠিত করেন। নতুন শিক্ষানীতিতে সরকারি অনুদানপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল। সিভিল সার্ভিসের সংস্কার এবং ১৮৫৪ সাল থেকে সরকারি কর্মকর্তা নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রবর্তনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ট্রেভেলিয়ন ১৮৫৯ সালের মার্চ হতে ১৮৬০ সালের জুন পর্যন্ত মাদ্রাজের গভর্নর ছিলেন। তিনি ১৮৬৩ সালে গভর্নর জেনারেল এর কাউন্সিলে অর্থনীতি বিষয়ক সদস্য হন। ১৮৮০ সালে তিনি ভারতীয় ভাষাসমূহকে রোমান হরফে লেখার প্রস্তাব করেছিলেন। কিন্তু তাঁর এ প্রস্তাব ভারত বা ইউরোপের কোনো মহলেরই সমর্থন পায় নি।  [সিরাজুল ইসলাম]