শিশুগাছ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(Added Ennglish article link)
 
(কোনও পার্থক্য নেই)

২৩:০৩, ৪ মে ২০১৪ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

শিশুগাছ (Sissoo)  বসতবাড়ির আঙিনায় এবং রাস্তার পাশে সাধারণত রোপণ করা হয় এমন এক বৃক্ষ, Dalbergia sisoo। কমবেশি প্রায় সমগ্র বাংলাদেশেই এই দারুবৃক্ষ জন্মে। মাঝারি আকারের পত্রঝরা এ বৃক্ষ ৩০ মিটার পর্যন্ত উঁচু হয়, কান্ডের বেড় হয় প্রায় এক মিটার। বাকল ধূসর, লম্বা ফাটলযুক্ত, অমসৃণ। যৌগিকপত্র পর্যায়ক্রমিক; পত্রক ৩-৫টি। ফুল ছোট, হলুদাভ-সাদা, ফোটে ফেব্রুয়ারি-মার্চ মাসে। এক বীজবিশিষ্ট ফল বড়, লম্বা বোটাযুক্ত, পাতলা, পাকলে খড় বর্ণের হয়।

বাংলাদেশের সর্বত্র শিশুগাছ জন্মালেও উত্তর অঞ্চলে ভাল জন্মে। সার কাঠ হালকা-বাদামি রঙের, শক্ত, ভারী ও টেকসই। আসবাবপত্র, খুঁটি, গাড়ির চাকা, খেলাধুলার সরঞ্জাম, নৌকা তৈরি এবং অন্যান্য নির্মাণ কাজে শিশু কাঠের ব্যবহার ব্যাপক। বীজ থেকে প্রাপ্ত তেল ত্বকের বিভিন্ন রোগ উপশমের জন্য ব্যবহূত হয়।  [মোস্তফা কামাল পাশা]