বিপ্রদাস পিপিলাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
 
(কোনও পার্থক্য নেই)

০৪:১২, ৭ মে ২০১৪ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

বিপ্রদাস পিপিলাই (১৫শ শতক)  মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি। ১৪১৭ শকাব্দে (১৪৯৫ খ্রি) তিনি  মনসামঙ্গল কাব্য রচনা করেন। এ কাব্যের প্রাপ্ত পুথিগুলির মধ্যে দুটি  এশিয়াটিক সোসাইটি (কলকাতা), একটি বর্ধমান সাহিত্যসভা এবং আরেকটি বিশ্বভারতীর পুথিশালায় সংরক্ষিত আছে।

কাব্যমধ্যে কবি যে আত্মপরিচয় দিয়েছেন তা থেকে জানা যায় যে, তিনি পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার বাদুড়্যা-বটগ্রামে এক সম্ভ্রান্ত  ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুকুন্দ পন্ডিত। বিপ্রদাসের কাব্যে  মনসা দেবীর চরিত্র অপেক্ষাকৃত নমনীয় এবং স্নেহমমতা ও করুণায় সমধিক আর্দ্র। তাঁর কাব্যের আখ্যানধারা বেশ সরল ও কাব্যভাষা সাবলীল; চরিত্রচিত্রণেও তিনি সংযম ও পরিচ্ছন্ন রুচির পরিচয় দিয়েছেন। এ কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যযাত্রার বর্ণনা প্রসঙ্গে সপ্তগ্রামের বিস্তারিত বিবরণ পাওয়া যায়।  [খন্দকার মুজাম্মিল হক]