উত্তরবঙ্গ সাহিত্য সম্মিলনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(Added Ennglish article link)
 
(কোনও পার্থক্য নেই)

১৯:০৪, ৪ মে ২০১৪ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

উত্তরবঙ্গ সাহিত্য সম্মিলনী  রঙ্গপুর সাহিত্য পরিষদ-এর একটি অঙ্গ সংগঠন। প্রতি বছর উত্তরবঙ্গ এবং আসামের গবেষক, ঐতিহাসিক, লেখক এবং প্রত্নবিদদের এটি ছিল একটি সম্মিলনী কেন্দ্র। ব্রিটিশ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলা ভাষার লেখক ও গবেষকরা এ সম্মিলনীতে অংশগ্রহণ করতেন। সম্মিলনী ১৩১৪ সনে কার্যক্রম শুরু করে এবং রঙ্গপুর সাহিত্য পরিষদ-এর কার্যকরী কমিটিকেই এর চিরস্থায়ী কমিটি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৩১৪ থেকে ১৩২৩ সন পর্যন্ত ১০টি সম্মিলন অনুষ্ঠিত হয়। প্রথম দুটি ও নবমটি রংপুরে, তৃতীয়টি আসামের গৌরীপুরে, চতুর্থটি মালদহে, পঞ্চমটি আসামের গৌহাটিতে, ষষ্ঠটি দিনাজপুরে, সপ্তমটি পাবনায়, অষ্টমটি রাজশাহীতে এবং ১০ম অধিবেশন বগুড়ায় অনুষ্ঠিত হয়। পরে উত্তরবঙ্গ সাহিত্য সম্মিলনী সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায় না।

বিচারপতি আশুতোষ চৌধুরী এবং রঙ্গপুর সাহিত্য পরিষদের স্থায়ী সম্পাদক, সুরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী এর স্থায়ী সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন। উত্তরবঙ্গ-আসামের ভূম্যধিকারী, আইনজীবী এবং লেখকগণই এ সম্মিলনীর পৃষ্ঠপোষক ছিলেন। [মুহম্মদ মনিরুজ্জামান]