নরসিংদী সদর উপজেলা

নরসিংদী সদর উপজেলা (নরসিংদী জেলা)  আয়তন: ২১৩.৪৩ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৬´ থেকে ২৩°৫৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৬´ থেকে ৯২°৫০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে পলাশ, শিবপুর ও রায়পুরা উপজেলা, দক্ষিণে আড়াইহাজার উপজেলা, পূর্বে বাঞ্ছারামপুর ও রায়পুরা উপজেলা, পশ্চিমে পলাশ ও রূপগঞ্জ উপজেলা।

জনসংখ্যা ৭০৭৫২৫; পুরুষ ৩৬৩৮১১, মহিলা ৩৪৩৭১৪। মুসলিম ৬৫৫৪৯৪, হিন্দু ৫১৯২৮, বৌদ্ধ ৩১, খ্রিস্টান ৬১ এবং অন্যান্য ১১।

জলাশয় প্রধান নদী: মেঘনা।

প্রশাসন নরসিংদী থানা গঠিত হয় ১৯৩০ সালে। বর্তমানে এটি উপজেলা। নরসিংদী শহরটিকে পৌরসভায় রূপান্তর করা হয় ১৯৭২ সালে।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব(প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১৪ ১৫৬ ২৭৫ ১৭৪৩২০ ৪৭২৮১৪ ৩৩১৫ ৫৯.০ (২০০১) ৪৩.৮
নরসিংদী পৌরসভা
আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার(%)
৯.১৪ (২০০১) ৩৩ ৪৯৫৮৩ ১৩৫৮৯ (২০০১) ৬৬.৭
মাধবদি পৌরসভা
আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার(%)
৫.১০ (২০০১) ১৫ ১৪৬১১৫ ৪৪৫৭ (২০০১) ৬৭.৬
পৌরসভার বাইরে উপজেলা শহর
আয়তন (বর্গ কিমি) মৌজা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
৬.৯২ (২০০১) ৩৯০১৩ ২৯৫৭ (২০০১) ৫১.৬
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার(%)
পুরূষ মহিলা
আমদিয়া ২১ ৫০০৮ ২১২৫৫ ২০৮৬৩ ৪৫.৭
আলোকবালী ২০ ৪৯২৩ ১২৫১৪ ১২৮৪৩ ২৩.৬
করিমপুর ৪১ ৩০৩১ ১২১৬৩ ১২৩৯৮ ৩৫.৪
কাঁঠালিয়া ৪৭ ২৯৬১ ১৯২০২ ১৯১৮৮ ৩৬.৯
চর দিঘলদি ২৩ ৪৯৮৫ ৯০৭৬ ৯৪৪০ ২৯.৫
চিনিশপুর ২৫ ১০৮৫ ২৩৭২৫ ২৩১৩৪ ৫৯.৭
নজরপুর ৭৭ ৬৫৭৭ ১৫৮২৭ ১৬৫৫৬ ৩৫.১
নুরুল্লাপুর ৫৩ ১৯৪৯ ২৭১৩৫ ২৪৩৪৭ ৫২.৬
পাইকার চর ৮৩ ৩৪৫৫ ১৯৫৫৫ ১৯১১১ ৩৪.২
পাঁচদোনা ৮৯ ৩১২৪ ১৫৯৪৩ ১৫৫৪৩ ৫০.৫
মহিষাশুরা ৫৯ ৩৪৩৩ ২০৬৮৩ ২০০৭০ ৩৪.৪
মেহেরপাড়া ৬৫ ২৩০৫ ২২৯০৭ ২০৭৯৩ ৪৮.৪
সিলমান্দি ৯৫ ৩৫৮০ ২৪৮১২ ২৩০০৯ ৫৩.৭
হাজিপুর ২৯ ১৪২১ ১৪৯৭০ ১৪৭৬৫ ৫৪.৩

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ বেলাবো গ্রামে প্রাপ্ত ভোজ বর্মনের তাম্রলিপি (একাদশ শতক), সেন আমলের প্রস্তর মূর্তি, আলগী গ্রামে প্রাপ্ত গিয়াসউদ্দিন আজম শাহের রৌপ্য মুদ্রা, পাঁচদোনায় প্রাপ্ত সুলতানি আমলের রৌপ্য মুদ্রা, কাবুল শাহের মাযার, হযরত শাহ ওসমানের মাযার ও মসজিদ, লস্কর পাড়ায় ঊনত্রিশটি রৌপ্যমুদ্রা (১০১১ হিজরি)।

ঐতিহাসিক ঘটনাবলি ব্রিটিশ আমলে স্বদেশী আন্দোলনে অংশগ্রহণের দায়ে নরসিংদীর সতীশ পাকরাশী ২০ বছর কারাবরণ করেন।

মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ৫ এপ্রিল নরসিংদী বাজারে রকেট বোমার আঘাতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয় এবং শতাধিক দোকান ভস্মীভূত হয়। পাঁচদোনা ও মাধবদীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর কয়েকটি খন্ডযুদ্ধ সংঘটিত হয়। ১২ ডিসেম্বর এ উপজেলা শত্রুমুক্ত হয়। উপজেলার ৩টি স্থানে গণকবরের সন্ধান পাওয়া গেছে এবং জেলা প্রশাসক অফিস সংলগ্ন স্থানে ১টি স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে।

বিস্তারিত দেখুন নরসিংদী সদর উপজেলা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা ২০২০, খণ্ড ৫।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৫১২, মন্দির ৪৫, মাযার ৩। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: নরসিংদী বাজার জামে মসজিদ, দত্তপাড়া জামে মসজিদ, চিনিশপুর কালীবাড়ি।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫০.৯ %; পুরুষ ৫২.৫%, মহিলা ৪৯.১%। কলেজ ৭, আইন কলেজ ১, হোমিওপ্যাথী কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ৩৯, প্রাথমিক বিদ্যালয় ১৩১, মাদ্রাসা ২৮। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: সাটির কালীকুমার উচ্চ বিদ্যালয় (১৯০১), বালাপুর নবীন উচ্চ বিদ্যালয় (১৯০৫), স্যার কে জি গুপ্ত উচ্চ বিদ্যালয় (১৯১৯), ব্রাহ্মণদী সরকারি উচ্চ বিদ্যালয় (১৯৩০)।

পত্র-পত্রিকা ও সাময়িকী  দৈনিক: নরসিংদীর বাণী, উত্তাপ, গ্রামীণ দর্পণ; সাপ্তাহিক: খোরাক, নরসিংদীর খবর, সন্দেশ, খোঁজ খবর, অতিক্রম, নরসিংদীর কাগজ।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ২, ক্লাব ৩০, সিনেমা হল ৩, সংগীত একাডেমী ৫, অডিটোরিয়াম ৩, নাট্য দল ২৫, শিশু একাডেমী ৫, স্টেডিয়াম ৫, মহিলা সংগঠন ৩, খেলার মাঠ ৪০।

গুরুত্বপূর্ণ স্থাপনা স্বাধীনতা চত্বর (নরসিংদী পৌরসভা অফিস সংলগ্ন), পায়রা চত্বর (কাউরিয়া পাড়া মোড়), মুক্তি চত্বর (নতুন বাসষ্টান্ড), শাপলা চত্বর (বাসাইল), শিক্ষা চত্বর (ব্রাহ্মণদী মোড়)।

বিনোদন কেন্দ্র আরশীনগর পার্ক।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫৫.৪৭%, অকৃষি শ্রমিক ২.৯২%, শিল্প ২.২১%, ব্যবসা ১২.৭৪%, পরিবহণ ও যোগাযোগ ৩.০১%, চাকরি ১১.৩৯%, নির্মাণ ১.৬৭%, ধর্মীয় সেবা ০.২২%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২.৫৫% এবং অন্যান্য ৭.৮২%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৫.৩৮%, ভূমিহীন ৫৪.৬২%। শহরে ৩৭.২০% এবং গ্রামে ৪৯% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, গম, সরিষা, পাট, আলু, রসুন, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, তিসি, তামাক।

প্রধান ফল-ফলাদি  আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ২২৫, গবাদিপশু ২৫, হাঁস-মুরগি ৫১১।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ২৪৫.৭২ কিমি, আধা-পাকারাস্তা ২১.১৬ কিমি, কাঁচারাস্তা ৩৮৫.০৬ কিমি; নৌপথ ৮ কিমি; রেলপথ ৮ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা ফ্লাওয়ারমিল, জুটমিল, টেক্সটাইলমিল, আইস ফ্যাক্টরি।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, তাঁতশিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, বাঁশের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ২৭, মেলা ৩। মাধবদী হাট, শেখের চর বাজার ও করিমপুর বাজার এবং বাউলের মেলা, কাবুল শাহের মেলা ও পাঁচদোনার মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য ধান, পাট, সরিষা, আলু, কলা, রসুন।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৮৮.৩% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

প্রাকৃতিক সম্পদ জ্বালানি গ্যাস, খনিজ তেল।

পানীয়জলের উৎস নলকূপ ৯১.২%, ট্যাপ ৬.৩% এবং অন্যান্য ২.৫%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৬৪.৮% স্বাস্থ্যকর এবং ২৯.৭% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৫.৫% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ২, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ১, চক্ষু হাসপাতাল ১, ডায়াবেটিক হাসপাতাল ১, উপস্বাস্থ্য কেন্দ্র ৪, পরিবার কল্যাণ কেন্দ্র ১৪, কমিউনিটি ক্লিনিক ৪, ক্লিনিক ৩৬, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১, দাতব্য চিকিৎসালয় ১, ডায়াগনস্টিক সেন্টার ৭২, পশু চিকিৎসা কেন্দ্র ১।

এনজিও রেডক্রিসেন্ট সোসাইটি, আশা, ব্র্যাক, কেয়ার।  [মো. মোশাররফ হোসেন সরকার]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; নরসিংদী সদর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।