হ্যালিডে, স্যার ফ্রেডারিক জেমস

হ্যালিডে, স্যার ফ্রেডারিক জেমস (১৮০৬-১৯০১)  বাংলার প্রথম লেফটেন্যান্ট গভর্নর (১৮৫৪-১৮৫৯)। ১৮০৬ সালের ২৬ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন এবং সেন্ট পল্স স্কুল, রাগবিং ও ইস্ট ইন্ডিয়া কলেজে (হেইলিবেরি) শিক্ষা লাভ করেন। স্যার ফ্রেডারিক জেমস হ্যালিডে ১৮২৪ সালে বেঙ্গল সিভিল সার্ভিসে যোগ দেন। এরপর থেকে ১৮৩৬ সালে সদর রাজস্ব বোর্ডের সচিব হওয়ার পূর্ব পর্যন্ত তিনি রাজশাহী, ত্রিপুরা এবং নোয়াখালীসহ পূর্ব বাংলার  বিভিন্ন জেলায় প্রশাসক হিসেবে কাজ করেন। তিনি ১৮৩৮ সালে বেঙ্গল গভর্নমেন্টের সেক্রেটারি, ১৮৪৯ সালে ভারত সরকারের হোম সেক্রেটারি এবং ১৮৫৩ সালে গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

১৮৫৪ সালে বাংলা প্রশাসনিকভাবে লেফটেন্যান্ট গভর্নর শাসিত প্রদেশ হিসেবে স্বীকৃতি পায় এবং একই বছরের ১ মে স্যার জেমস হ্যালিডে বাংলার প্রথম লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত হন। লেফটেন্যান্ট গভর্নর হিসেবে স্যার জেমস হ্যালিডের শাসনকাল ছিল ঘটনাবহুল। ১৮৫৪ সালের বিখ্যাত  উড-এর শিক্ষা প্রস্তাব (wood's education despatch) বাস্তবায়ন তাঁর প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। ভারত সরকার কর্তৃক নির্দেশিত হয়ে তিনি শিক্ষা বিভাগ নামে পৃথক একটি বিভাগ প্রতিষ্ঠা করেন, যার কাজ ছিল প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরে উড-এর প্রস্তাবে পেশকৃত সুপারিশসমূহের বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি প্রেসিডেন্সি শহর কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিটিও গঠন করেন।  হ্যালিডে বেশ কিছু সংখ্যক টিচার্স ট্রেনিং ইন্সটিটিউশন প্রতিষ্ঠার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন। এছাড়া তিনি প্রত্যেকটি মহকুমায় অন্ততপক্ষে একটি সরকারি স্কুল এবং বেশ কিছু সংখ্যক সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

১৮৫৫ সালের  সাঁওতাল বিদ্রোহ এবং ১৮৫৭ সালের  সিপাহি বিপ্লব জেমস হ্যালিডের শাসনামলের দুটি উলে­খযোগ্য ঘটনা। তাঁর শাসনামলেই বাংলায় রেল যোগাযোগ ব্যবস্থার সূচনা ঘটে।  ইস্ট ইন্ডিয়া রেলওয়ে প্রতিষ্ঠা করতে গিয়ে রেলওয়ে কোম্পানিগুলির ব্যবহারের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিপাহি বিপ­বের সময় প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য তৎকালীন পার্লামেন্ট তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করে। তিনি ১৮৬০ সালে কে.সি.বি.ই উপাধি লাভ করেন। তিনি ১৮৬৮ সাল থেকে ১৮৮৬ সাল পর্যন্ত ‘Council of India’-এর সদস্য ছিলেন। স্যার ফ্রেডারিক জেমস হ্যালিডে’র ১৯০১ সালের ২২ অক্টোবর মৃত্যু হয়।  [সিরাজুল ইসলাম]