হাজিপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা

হাজিপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা স্থানীয়ভাবে বড় হুজুর নামে পরিচিত মাওলানা আবদুর রহিম (১৮৮২-১৯৭৮) ভোলা জেলার দৌলতখানে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন ১৯১২ সালে। মাত্র চারজন ছাত্র নিয়ে এর যাত্রা শুরু হলেও পরবর্তীকালে তা দক্ষিণ বাংলার এক প্রসিদ্ধ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। মাওলানা আবদুর রহিম কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেন। আঞ্জুমান-ই-মুফিদুল ইসলাম-এর কার্যকলাপে প্রভাবিত হয়ে তিনি নিজ ব্যয়ভারে প্রতিষ্ঠানটি স্বীয় বাসভবনে চালু করেন। ১৯২৫ সালে এটি সিনিয়র ফাজিল মাদ্রাসায় রূপান্তরিত হয়।

বিশ শতকের ত্রিশের দশক থেকে সমসাময়িক মহাবিদ্যালয় পাঠ্যসূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে এই মাদ্রাসার পাঠ্যক্রমে বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদির মত বিষয় অন্তর্ভুক্ত করা হয়। মাদ্রাসায় একটি বালিকা শাখাও খোলা হয়। সময়ের পরিক্রমায় মাদ্রাসাটি অনেক মেধাবী ছাত্রের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এখানকার ছাত্রদের অনেকেই সরকারি চাকুরি, শিক্ষা ও রাজনীতিসহ বিভিন্ন পেশায় খ্যাতি অর্জন করেন।  [এম.এন আলম]