সালবনহাট

সালবনহাট (Salbanhat)  উত্তর-পশ্চিম বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত একটি শুষ্ক কূপ। ভূতাত্ত্বিকভাবে এটি উপ-হিমালিয় পুরঃখাত অঞ্চলের অন্তর্গত। বাংলাদেশের এই অঞ্চলে ১৯৮৫ সাল পর্যন্ত তেল-গ্যাস অনুসন্ধানমূলক কর্মকান্ড খুব সীমিত ছিল। তবে গত দশ বছরে এই এলাকার প্রায় একশত কিলোমিটার পশ্চিমে ভারতে বেশ কিছু অনুসন্ধানমূলক কর্মকান্ড ঘটেছে। সালবনহাটে ১৯৮৬ সালে বাংলাদেশ শেল পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট কোম্পানি ২,৫১৬ মিটার গভীরতা পর্যন্ত প্রতিফলন ভূ-কম্পন এবং মধ্যাকর্ষণ জরিপ কাজ করেছিল।  [সিফাতুল কাদের চৌধুরী]