সার্ভেন্ট অব হিউম্যানিটি

সার্ভেন্ট অব হিউম্যানিটি  কেন্দ্রীয় খাদেমুল-এনছান সমিতির মুখপত্র। সমিতির প্রতিষ্ঠাতা সৈয়দ আবদুর রব প্রকাশিত সার্ভেন্ট অব হিউম্যানিটি পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৫ সালের মার্চ মাসে। ১৯৩৭ সাল থেকে এটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশ হতে থাকে। এর প্রধান কার্যালয় ছিল ই-৭২, কলেজ স্ট্রিট মার্কেট, কলকাতা। এর প্রথম সংখ্যাটির মূল্য ছিল পাঁচ আনা। পত্রিকাটির প্রথম প্রকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলভী মুজিবুর রহমান (মুসলমান পত্রিকার সম্পাদক), ড. মুহম্মদ শহীদুল্লাহ্, হুমায়ুন কবীর, এ.কে ফজলুল হক, প্রফুল্ল চন্দ্র রায়, স্যার সাদুল্লাহ (আসামের মুখ্যমন্ত্রী) প্রমুখ সমসাময়িক প্রখ্যাত ব্যক্তিবর্গের আর্থিক অনুদানে। এছাড়া মুষ্টিমেয় বাংলা এবং ইংরেজি দৈনিক ও সাময়িকীর সম্পাদকগণও এতে অবদান রাখেন। সার্ভেন্ট অব হিউম্যানিটির পাশাপাশি খাদেমুল-এনছান সমিতির অপর মুখপত্র মোয়াজ্জিনও সামাজিক সম্প্রীতি ও সুষম সমাজ উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রায় একই সময় প্রকাশিত হয়। পত্রিকাটি ১৯৩৯ সালের শেষ অবধি চালু ছিল।  [সিরাজুল ইসলাম]