সাইফুদ্দীন হামজাহ শাহ

সাইফুদ্দীন হামজাহ শাহ  সুলতান  গিয়াসউদ্দীন আজম শাহএর পুত্র ও উত্তরাধিকারী। সাইফুদ্দীন হামজাহ শাহ প্রায় দুবছর (১৪১০-১১ থেকে ১৪১২-১৩ খ্রি.) বাংলা শাসন করেন। গিয়াসউদ্দীন আজম শাহের হত্যার পর অভিজাতবর্গ ও সৈন্যবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সাইফুদ্দীনকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। তিনি ‘সুলতান-উস-সালাতীন’  উপাধি গ্রহণ করেন এবং ফিরুজাবাদ (রাজধানী),  সাতগাঁও ও মুয়াজ্জমাবাদ (পূর্ববঙ্গ) থেকে মুদ্রা প্রচলন করেন।

তারিখ-ই-ফিরিশতা’র বর্ণনানুযায়ী, সাইফুদ্দীন হামজাহ শাহ শাসক হিসেবে ছিলেন সাহসী, ধৈর্যশীল ও উদার। তাঁর সময়ে চীন সম্রাট ইয়াং লোর দূত বাংলায় এসেছিলেন গিয়াসুদ্দীন আজম শাহের মৃত্যুতে শোক প্রকাশের জন্য। রাজা গণেশের কুচক্রী ভূমিকার জন্য তিনি এবং তাঁর আত্মীয়দের মধ্যে গৃহযুদ্ধ বাধে। অবশেষে হামজাহ শাহ তাঁর ভৃত্য শিহাবুদ্দীন কর্তৃক পরাভূত ও নিহত হন।  [আবু তাহের]