সরকার, ঈশানচন্দ্র

সরকার, রায়সাহেব ঈশানচন্দ্র (১৮৪০-১৯১৫)  জমিদার, সমাজসেবী। জন্ম ১৮৪০ সালে ফরিদপুরের কোতোয়ালী থানার ঈশান গোপালপুরে। জমিদারি থেকে যে আয় হত তার সিংহভাগই তিনি ব্যয় করতেন জনহিতকর কাজে। তাঁর জনকল্যাণমূলক কাজ শুধু তাঁর নিজ জমিদারি এলাকায়ই সীমাবদ্ধ ছিল না। বৃহত্তর ফরিদপুরবাসীর কল্যাণেও তিনি আত্মনিয়োগ করেন। তখনকার দিনে ঈশান গোপালপুর এলাকায় কোনো চিকিৎসা সেবার ব্যবস্থা ছিল না। ঈশানচন্দ্র সরকার ঈশান গোপালপুরে নিজ বাসভবনে একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলেন। এই চিকিৎসালয়ের ব্যয়ভার তিনিই বহন করতেন। তাঁর মৃত্যুর (১৯১৫) পর ১৯২৫ সালে তাঁর পুত্র ইন্দুভূষণ সরকার তাঁর বাসভবনের অনতিদূরে পিতার নামে প্রতিষ্ঠা করেন ঈশান দাতব্য চিকিৎসালয়।

ঈশানচন্দ্র সরকার ছিলেন শিক্ষানুরাগী। তিনি ১৮৮৫ সালে ফরিদপুর শহরের কেন্দ্রস্থলে ঈশান ইনস্টিটিউশন নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাঁর নিজ জমিতে প্রতিষ্ঠিত এ স্কুলে প্রভাতী বিভাগে শুধু মেয়েরা পড়ত এবং দিবা বিভাগে পড়ত ছেলেরা। পরবর্তীকালে একই স্থানে গড়ে উঠেছে মেয়েদের জন্য ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়।  [জগদীশ চন্দ্র ঘোষ]