শেরেবাংলা নগর থানা

শেরেবাংলা নগর থানা (ঢাকা মেট্রোপলিটন)  আয়তন: ৫.২৫ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৫´ থেকে ২৩°৪৭´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২২´ থেকে ৯০°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মিরপুর মডেল ও দারুস সালাম থানা, দক্ষিণে কলাবাগান থানা, পূর্বে কাফরুল ও তেজগাঁও থানা, পশ্চিমে ধানমন্ডি, মোহাম্মদপুর ও আদাবর থানা।

জনসংখ্যা ২৪৮৮৭১; পুরুষ ১৩৫২৪৫, মহিলা ১১৩৬২৬। মুসলিম ২৩৭৫৫৫, হিন্দু ৬৬২২, বৌদ্ধ ৪৩৪৩, খ্রিস্টান ২৮৯ এবং অন্যান্য ৬২।

প্রশাসন ২০০৯ সালের ৪ আগস্ট তেজগাঁও, কাফরুল ও মোহাম্মদপুর এই তিন থানার অংশ নিয়ে শেরে-বাংলা নগর থানা গঠন করা হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১+৩ (আংশিক) ১৬ ২৪৮৮৭১ - ৪৭৪০৪ ৭১.৬৭ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড  নং ১৬ (আংশিক) ০.৯০ ৪৫৩২২ ৩৯০৬৩ ৭৬.৯৫
ওয়ার্ড  নং ৪০ (আংশিক) ২.৯৮ ৩২৯৭২ ৪০৩৯৮ ৫২.৭৯
ওয়ার্ড নং ৪১ ১.১৬ ৪৭৮২৭ ৭২৭৮ ৮১.১৯
ওয়ার্ড নং ৫১ (আংশিক) ০.২৪ ৯১২৪ ২৬৮৮৭ ৭৫.৭৭

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ধর্মীয় প্রতিষ্ঠান  আগারগাঁও জামে মসজিদ।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৭১.৬৭%; পুরুষ ৭৬.৬০%, মহিলা ৬৫.৭৩%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (২০০১), সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তেজগাঁও কলেজ, শেরেবাংলা নগর মহিলা মহাবিদ্যালয়, নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, আগারগাঁও তালতলা কলোনি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১৯৬৯), নাজনীন উচ্চ বিদ্যালয়, রাজধানী উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর বালিকা বিদ্যালয়, নিউ মডেল মোমিন বহুমুখী উচ্চ বিদ্যালয়, শুকরাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, হালিম ফাউন্ডেশন মডেল হাইস্কুল, ধানমন্ডি সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ শাহাবুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়, লায়ন্স অগ্রগতি শিক্ষা নিকেতন, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আগারগাঁও মাদ্রাসা।

গুরুত্বপূর্ণ স্থাপনা জাতীয় সংসদ ভবন, গণভবন, বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র, চন্দ্রিমা উদ্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, নির্বাচন কমিশন সচিবালয়, পরিকল্পনা কমিশন, পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তর, এলজিইডি ভবন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, পরিসংখ্যান ব্যুরো, বিসিএস কম্পিউটার সিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইডিবি ভবন, আবহাওয়া ভবন, বন ভবন, সমাজসেবা অধিদপ্তর, কোষ্টগার্ড সদর দপ্তর, পিকেএসএফ, বাংলাদেশ কর্মকমিশন সচিবালয়, বিআইডিএস ভবন, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় গ্রন্থাগার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেচ ভবন, পাট গবেষণা ইনস্টিটিউট, প্রবীন হিতৈষী সংঘ, বেতার ভবন, ন্যাশনাল আর্কাইভ।

দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র জাতীয় সংসদ ভবন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, চন্দ্রিমা উদ্যান, শিশু মেলা।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ১.৪৮%, অকৃষি শ্রমিক ২.৬০%, শিল্প ৩.৪৩%, ব্যবসা ২১.৫৫%, পরিবহণ ও যোগাযোগ ১১.৭৯%, নির্মাণ ৩.৭২%, ধর্মীয় সেবা ০.১৭%, চাকরি ৩৮.৫৩%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২.২০% এবং অন্যান্য ১৪.৫৩%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫১.২৫%, ভূমিহীন ৪৮.৭৫%।

যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ৫৮.৭৭ বর্গ কিমি।

শপিং সেন্টার ও মেলা  ফার্মভিউ সুপার মার্কেট, সিজান পয়েন্ট, গ্রীন সুপার মার্কেট, প্রিন্স প­াজা, মাহবুব প­াজা, মোহাম্মদীয়া সুপার মার্কেট এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৩.৫৫% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ২৮.২০%, পুকুর ০.১১%, ট্যাপ ৬৯.০৭% এবং অন্যান্য ২.৬২%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৬৭.৯৯% পরিবার স্বাস্থ্যকর এবং ২৯.৫৭% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ২.৪৪% পরিবারের  কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র জাতীয় বাতজ্বর ও হূদরোগ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান।  [শামসুন নাহার]

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।