শিহাবউদ্দীন বায়েজীদ শাহ

শিহাবউদ্দীন বায়েজীদ শাহ (১৪১৩-১৪১৪)  বাংলার সুলতান। সিংহাসনারোহণের পূর্বে সম্ভবত তিনি হামজাহ শাহের ক্রীতদাস ছিলেন। তিনি বিদ্রোহী হয়ে তাঁর প্রভুকে হত্যা করেন এবং সিংহাসনে আরোহণ করে ফিরুজাবাদ (পান্ডুয়া) ও সাতগাঁও থেকে নিজ নামে মুদ্রা প্রচলন করেন। তিনি চীন সম্রাটের সাথে দূত বিনিময় করেন এবং তাঁকে জিরাফ, ঘোড়া ও অপরাপর স্থানীয় মূল্যবান সামগ্রী উপঢৌকন হিসেবে প্রেরণ করেন। ভাতুড়িয়ার জমিদার রাজা গণেশ বায়েজীদ শাহকে অতর্কিতে আক্রমণ ও হত্যা করে সিংহাসন অধিকার করেন। [আবু তাহের]