শাহাবুদ্দিন, বিচারপতি মোহাম্মদ

শাহাবুদ্দিন, বিচারপতি মোহাম্মদ (১৮৯৫-১৯৭১)  ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি, পূর্ব বাংলার ভারপ্রাপ্ত গভর্নর ও পাকিস্তান ফেডারেল কোর্টের বিচারপতি। তিনি ১৮৯৫ সালের ১৩ মে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) জন্মগ্রহণ করেন। ১৯২১ সালের ডিসেম্বর মাসে তিনি ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন এবং জেলা জজ হিসেবে কোয়েমবাতর, সারান ও চিতোর জেলায় দায়িত্ব পালন করেন (১৯৩৬-১৯৩৭)। ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি মাদ্রাজ হাইকোর্টে অতিরিক্ত বিচারক পদে পদোন্নতি লাভ করেন। দেশ বিভাগের পর তিনি ১৯৪৭ সালের ১৬ নভেম্বর ঢাকা হাইকোর্টে বিচারক হিসেবে যোগদান করেন। ১৯৪৮ সালে তিনি সিন্ধুর বিশেষ আদালতের বিচারক এবং ১৯৪৯ সালের ১৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের ভারপ্রাপ্ত গভর্নর নিযুক্ত হওয়ার পূর্বে তিনি পাকিস্তানের ফেডারেল কোর্টের বিচারক ছিলেন। তিনি ১৯৫৪ সালের ২২ ডিসেম্বর ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন।

গভর্নর হিসেবে তাঁর দায়িত্ব পালনকালে প্রদেশের রাজনৈতিক কার্যকলাপ প্রকাশ্যে শুরু হয় যা সংবিধানের ৯২ ক ধারা জারির মাধ্যমে স্থগিত (১৯৫৪ সালের ২৯ মে) করা হয়েছিল। ১৯৫৫ সালের ৩ জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী চৌধুরী সংবিধানের ৯২ ক ধারা প্রত্যাহার করেন এবং আবু হোসেন সরকারের নেতৃত্বে গঠিত পূর্ব বাংলার মন্ত্রিসভার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। গভর্নর শাহাবুদ্দিন এ অগ্রগতি সম্পর্কে অনবহিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্ত ঘোষণার পূর্বে গভর্নরের সাথে আলোচনা না করায় তিনি ক্ষুব্ধ হন। ১৯৫৫ সালের ৪ জুন তিনি গভর্নর পদ থেকে পদত্যাগ করেন এবং পাকিস্তানের ফেডারেল কোর্টের বিচারক হিসেবে যোগদান করেন।

বিচারপতি শাহাবুদ্দিন ১৯৭১ সালের ১৩ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন।  [আবু জাফর]