মুক্তাদির, মোহাম্মদ আবদুল

মোহাম্মদ আবদুল মুক্তাদির

মুক্তাদির, মোহাম্মদ আবদুল (১৯৪০-১৯৭১)  শিক্ষাবিদ ও শহীদ। ১৯৪০ সালের ১৯ ফেব্রুয়ারি সিলেট জেলার সিলাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি সিলাম জুনিয়র হাইস্কুলে শিক্ষা গ্রহণ করেন।

রাজা জি.সি হাইস্কুল থেকে ১৯৫৬ সালে ম্যাট্রিক এবং ১৯৫৮ সালে সিলেট সরকারি কলেজ থেকে আই.এসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে ১৯৬০ ও ১৯৬২ সালে যথাক্রমে বি.এসসি ও এম.এসসি ডিগ্রি লাভ করেন। আবদুল মুক্তাদির ১৯৬৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ে হাইড্রোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ব্রিটিশ সরকারের কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় হাইড্রোলজি বিষয়ের ওপর উচ্চতর প্রশিক্ষণও গ্রহণ করেন।

লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তনের পর ১৯৬৪ সালে আবদুল মুক্তাদির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে একজন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

কিন্তুতাঁর মেধা দেশ ও জাতির কল্যাণে বিকশিত হওয়ার পুর্বেই ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাক হানাদার বাহিনীর আক্রমণে তিনি শহীদ হন।  [সিফাতুল কাদের চৌধুরী]