মাধব রায়

মাধব রায়  ছিলেন মানিকগঞ্জ জেলার চাঁদপ্রতাপ পরগনার পশ্চিমে খালাশি পরগনার জমিদার। তিনি মধু রায় নামেও পরিচিত। কোন সময় তিনি এই পরগনার কর্তৃত্ব লাভ করেছিলেন তা জানা যায়নি। তবে বাহারিস্তান-ই-গায়েবিতে বারো-ভূঁইয়াদের নেতা মুসা খান এর মুগল বিরোধী সংগ্রামে মাধব রায়কে তাঁর একজন সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। যে তিনজন জমিদার মিলে ইসলাম খানের নৌ সেনাপতি ইহতিমাম খানের নিকট থেকে চাটমোহর জায়গির ছিনিয়ে এনেছিলেন, মাধব রায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। ইসলাম খানের নেতৃত্বে মুগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মুসা খান যে তিনজন জমিদারকে যাত্রাপুর দুর্গ রক্ষার দায়িত্ব দিয়েছিলেন, তাঁদের একজন হিসেবেও মাধব রায়ের নাম স্মরণীয় হয়ে আছে।  [শাহনাজ হুসনে জাহান]