মর্নিং নিউজ, দৈনিক

মর্নিং নিউজ, দৈনিক  অধুনা অবলুপ্ত একটি ইংরেজি দৈনিক পত্রিকা। পত্রিকাটি প্রথম কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯৪৯ সালের ২০ মার্চ এর প্রকাশনা ঢাকায় স্থানান্তরিত হয়। এটি ঢাকায় প্রথমে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয় এবং ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর থেকে দৈনিক হিসেবে প্রকাশিত হতে থাকে। মর্নিং নিউজের স্বত্বাধিকারী ছিলেন খাজা নাজিমুদ্দীনের এক আত্মীয় খাজা নুরুদ্দীন। সম্পাদক ছিলেন বদরুদ্দীন।

কলকাতা থেকে প্রকাশকালে মর্নিং নিউজ মুসলিম লীগের খাজা নাজিমুদ্দিন সমর্থিত অংশের পক্ষে অবস্থান নিয়েছিল। ঢাকায়ও এটি দক্ষিণপন্থী রাজনীতির প্রতি সমর্থন অব্যাহত রাখে।

বাংলাদেশের স্বাধীনতার পর পত্রিকাটির সম্পাদক হন শামসুল হুদা। ১৯৭৫ সালে সরকারি ট্রাস্ট পরিচালিত পত্রিকা ছাড়া অন্য সব পত্রিকা নিষিদ্ধ ঘোষিত হলে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।  [মনু ইসলাম]