বাহরাম সাক্কার সমাধি

বাহরাম সাক্কার সমাধি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি বর্ধমানে (পশ্চিম বাংলা) অবস্থিত এবং এর যে স্থানে সুফি বাহরাম সাক্কা (র.) সমাহিত আছেন সে স্থানটিকে তাঁর নামানুসারে পীর বাহরাম বলা হয়। পীর বাহরাম বিভিন্নভাবে যেমন পীর, দরবেশ এবং হাজী বলে অভিহিত। কিন্তু বর্ধমানে তিনি পীর বাহরাম বা বাহরাম সাক্কা নামে পরিচিত। পীরের শবদেহটি একটি এক গম্বুজবিশিষ্ট সমাধিসৌধের অভ্যন্তরে সমাহিত। এ সৌধের দক্ষিণ দিকে সম্মুখে দ্বারমন্ডপসহ একটি প্রবেশপথ আছে। পীর বাহরামের সমাধিসৌধটি বাংলার স্থাপত্যশিল্পে অতিপরিচিত বর্গাকৃতির এক গম্বুজবিশিষ্ট সমাধিসৌধ রীতিতে নির্মিত। একই ধরনের পূর্বেকার নিদর্শনগুলির সাথে এর সংযোগ রক্ষা করা হয়েছে। কলস-চূড়াসহ কন্দাকৃতির গম্বুজটি দেখতে খুবই মোটা। প্রধান ইমারতের সাথে গম্বুজের উচ্চতা সঙ্গতিপূর্ণ নয়। এর কার্নিস প্রাক-মুগল যুগে বাংলায় প্রচলিত রীতি অনুযায়ী বক্রাকৃতির।

বাহরাম সাক্কার সমাধি

সমাধিসৌধটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পেছনের দেওয়ালে অভিক্ষেপ। অভিক্ষেপ ইমারতের একঘেয়েমি দূর করে এবং এর সাথে যুক্ত করে নতুন মাত্রা। সমাধিসৌধের পেছনে এবং ইমারতের মধ্যভাগের বড় অভিক্ষেপ দরজার লিন্টেল থেকে ঝুলন্ত শিকল ও ঘণ্টা নকশায় সজ্জিত আয়তাকার প্যানেলের মধ্যে স্থাপিত। একই ধরনের ঝুলন্ত শিকল ও ঘণ্টা নকশা দেখতে পাওয়া যায় আদিনা মসজিদ (পান্ডুয়া), ছোট সোনা মসজিদ (গৌড়) এবং বাঘা মসজিদ (রাজশাহী)। হজরত পান্ডুয়ার (মালদহ)  একলাখী সমাধিসৌধ (১৪১৫) এর মতো এ ইমারতের পেছনের দেওয়াল বক্রাকৃতির অনুভূমিক আলঙ্কারিক বন্ধনীর দ্বারা দু অংশে বিভক্ত, যা ইমারতটিকে দোতলা ভবনের ধারণা দেয়।

সমাধিসৌধের প্রতি কোণায় একটি করে মোট চারটি অষ্টভুজাকৃতির বুরুজ আছে। কোণার বুরুজগুলি কলস চূড়াসহ নিরেট ছোট গম্বুজ দ্বারা আচ্ছাদিত। অষ্টভুজাকৃতির বুরুজগুলি আলঙ্কারিক বন্ধনী দ্বারা তিনটি ভাগে বিভক্ত। মূল ইটের খোদাই কার্য বর্তমানে আস্তর ও চুনের প্রলেপে ঢেকে গেছে। দেওয়ালগুলি মুগল রীতিতে আস্তর করা হয়েছে। পশ্চিম দেওয়ালের বহির্ভাগের নিচের অংশে কেন্দ্রীয় অভিক্ষেপের উভয় পার্শ্বে দুটি করে কুলুঙ্গি আছে।

হেনরি ব্লখম্যান এ ইমারতে দুটি ফারসি শিলালিপি দেখেছিলেন, যেগুলি পরবর্তীসময়ে আস্তানার বাইরের দেওয়ালে স্থাপিত হয়েছে। এ দুটি শিলালিপির ওপর ভিত্তি করে বলা যায় যে, সুফি বাহরাম সাক্কা (র.) মৃত্যু হয় ৯৭০ হিজরি (১৫৬২-৬৩ খ্রি.)।  [রাশেদা ওয়ায়েজ]