বহেড়া

বহেড়া বৃক্ষ ও ফল

বহেড়া  Combretaceae গোত্রের বিশাল পর্ণমোচী বৃক্ষ, Terminalia belerica। উচ্চতা ১৫-২২ মিটার, চওড়া ১ মিটার বা ততোধিক। বড় গাছের গোড়ায় প্রায়শ গভীর খাঁজ থাকে। পাতা প্রশস্ত উপবৃত্তাকার, ডালের আগার দিকে গুচ্ছবদ্ধ।

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের অরণ্যে এবং ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহের শালবনে জন্মে। কাঠ মাঝারি ওজনের ও মোটামুটি টেকসই। ফল খাওয়ার রেওয়াজ থাকলেও মূলত ভেষজ হিসেবেই অধিক ব্যবহূত। এটি ট্যানিনের একটি সেরা উৎস। ফলের শাঁস নিদ্রাকর্ষী এবং উদরাময় ও কুষ্ঠরোগে উপকারী। আধপাকা ফল রেচক। বীজতৈল কেশবর্ধক। কাঠ সাধারণ কাজে ব্যবহার্য।  [মোঃ মাহফুজুর রহমান]